ভারতীয় ফুটবলে এখনও 'ভিএআর' চালু হয়নি। তবে কলকাতা ফুটবল লিগে রেফারিদের সাহায্য করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে চলেছে আইএফএ।
ভারতে ফুটবল সংস্থাগুলির মধ্যে প্রথম রেফারিদের জন্য অ্যাকাডেমি চালু করেছিল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। এবার ভারতে প্রথম রেফারিদের সাহায্য করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে চলেছে আইএফএ। কলকাতা লিগে গ্রুপ পর্যায়ে রেফারিং নিয়ে অনেক বিতর্ক হয়েছে। কয়েকদিন আগেই ইস্টবেঙ্গলের কাছে হারের পর পেনাল্টি না পাওয়া নিয়ে রেফারিকে তোপ দাগেন পিয়ারলেসের কোচ তথা ইস্টবেঙ্গল, মোহনবাগানের প্রাক্তন গোলকিপার হেমন্ত ডোরা। এবার এই বিতর্ক থামাতে উদ্যোগ নিল আইএফএ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাহায্য নিয়ে কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে অ্যাডভান্সড রেফারিং টেকনলজি। ভারতীয় ফুটবলে এর আগে এই প্রযুক্তি ব্যবহার করা হয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই প্রযুক্তির ব্যাপারে আইএফএ-কে সাহায্য করছেন। এটা মূলত গোললাইন টেকনলজি। বল গোললাইন পেরিয়েছে কি না, তা এই প্রযুক্তির সাহায্যে জানা যাবে। কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে এই প্রযুক্তি কার্যকর হলে ভবিষ্যতে সব টুর্নামেন্টেই ব্যবহার করা হতে পারে।
নতুন প্রযুক্তি নিয়ে আশাবাদী আইএফএ
আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, 'কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সের খেলায় এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে। এই প্রযুক্তির ব্যবহার সফল হলে আগামীদিনে অফসাইড, পেনাল্টির মতো ক্ষেত্রেও ব্যবহার করার কথা ভাবা হবে। নতুন এই প্রযুক্তি ব্যয়বহুল নয়। ভারতে প্রথম এই ধরনের প্রযুক্তি ফুটবল মাঠে ব্যবহার হতে চলেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ও ফুটবল সংক্রান্ত প্রথম কাজ করল।'
রেফারিং নিয়ে বিতর্ক মিটবে?
কলকাতা ফুটবল লিগে বড় দলগুলি অন্যায্য সুবিধা পায় বলে দীর্ঘদিন ধরে অভিযোগ ওঠে। এবার সেই অভিযোগ দূর করতেই বিশেষ উদ্যোগ নিল আইএফএ। কয়েকদিনের মধ্যেই এই প্রযুক্তির ব্যবহার দেখা যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
কলকাতা লিগে গ্রুপ পর্যায়ে বড় দলগুলির শেষ ম্যাচের সূচি ঘোষণা আইএফএ-র
ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ দিয়ে শুরু আইএসএল, প্রথমে অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গলের
ডুরান্ড কাপের ব্যর্থতা অতীত, আইএসএল, এএফসি চ্যালেঞ্জ লিগের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল