সংক্ষিপ্ত
সারা বিশ্বে গত দেড় দশক ধরে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে তর্ক চলে আসছে। ফুটবল দুনিয়া এই দুই তারকাকে নিয়ে আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে।
লিওনেল মেসির সঙ্গে একই দলে কোনওদিন খেলেননি ফ্রান্সের প্রাক্তন তারকা প্যাট্রিস এভরা। তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে একই দলে খেলেছেন। তা সত্ত্বেও রোনাল্ডোর প্রতি কোনওরকম পক্ষপাতিত্ব নেই এভরার। এই প্রাক্তন ফুটবলার বলেছেন, ‘অনুরাগীরা যখন বলেন, আমি মেসির চেয়ে ক্রিশ্চিয়ানোকে এগিয়ে রাখি, তখন তাঁদের মনে হয়, আমি মেসিকে ঘৃণা করি। আমি বিশ্বাস করি, কেউ যদি মেসিকে ঘৃণা করে, তাহলে সে আসলে ফুটবল ভালোবাসে না। আমি কিন্তু মেসিকে ভালোবাসি।’ এভরার বক্তব্যেই স্পষ্ট, প্রাক্তন সতীর্থ রোনাল্ডোর প্রতি সমর্থন থাকলেও, মেসিকে তিনি মোটেই অপছন্দ করেন না।
রোনাল্ডোর উত্থানের সঙ্গী এভরা
২০০৬ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেন এভরা। সেই সময় বিশ্ব ফুটবলের উঠতি তারকা রোনাল্ডো। অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছিল ম্যান ইউ। ওল্ড ট্র্যাফোর্ডে তিন মরসুম একসঙ্গে খেলেন রোনাল্ডো ও এভরা। সেই সময় তাঁদের দল ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ পারফরম্যান্স দেখায়। ফুটবল দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার পর ম্যান ইউ ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনাল্ডো। তাঁকে কাছ থেকে দেখেছেন এভরা। কিন্তু তা সত্ত্বেও ফ্রান্সের এই প্রাক্তন তারকা মেসি ও রোনাল্ডোর প্রতি সমান শ্রদ্ধাশীল।
লা লিগায় মেসি-রোনাল্ডোর টক্কর
মেসি তাঁর কেরিয়ারের শুরু থেকে বেশিরভাগ সময়ই বার্সেলোনায় কাটিয়েছেন। রোনাল্ডো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর একই লিগে এই দুই তারকার লড়াই শুরু হয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও মেসি-রোনাল্ডোর লড়াই দেখা গিয়েছে। ক্লাব ফুটবলে কাউকে এগিয়ে রাখা কঠিন। তবে বিশ্বকাপ ও একাধিকবার কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন মেসি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Lionel Messi: 'প্রতিবেশীরা বিরক্ত করত, প্যারিসে ভালো লাগছিল না,' জানালেন মেসি
Ballon d'Or 2023: অষ্টম ব্যালন ডি'অর, সবার ধরাছোঁয়ার বাইরে লিওনেল মেসি