Cristiano Ronaldo Vs Lionel Messi: 'মেসির সঙ্গে আর লড়াই নেই,' ঘোষণা রোনাল্ডোর
ইউরোপের ক্লাব ফুটবলে আর নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। রোনাল্ডো এখন সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। এই ২ তারকাকে নিয়ে আলোচনা অব্যাহত।
লিওনেল মেসির সঙ্গে আর কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই, দাবি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির সঙ্গে এখন আর কোনও প্রতিযোগিতা বা লড়াই নেই, দাবি পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
দেড় দশক ইউরোপের ক্লাব ফুটবল শাসন করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি
২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত পালা করে ব্যালন ডি'অর জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। এই ২ তারকা মোট ৭৯টি ট্রফি জিতেছেন।
দলগত ও ব্যক্তিগত সাফল্য, মোট গোলের হিসেবেও বাকিদের পিছনে ফেলে দিয়েছেন মেসি-রোনাল্ডো
বর্তমানে যাঁরা ফুটবল খেলছেন তাঁদের মধ্যে শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিই ৮০০-র বেশি গোল করার নজির গড়েছেন।
'আমরা ফুটবলের ইতিহাস বদলে দিয়েছি,' লিওনেল মেসির সঙ্গে লড়াই প্রসঙ্গে মন্তব্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
লিওনেল মেসির সঙ্গে লড়াই প্রসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছেন, ‘যারা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পছন্দ করে, তাদের মেসিকে ঘৃণা করার প্রয়োজন নেই। আমরা ফুটবলের ইতিহাস বদলে দিয়েছি। সারা বিশ্বে আমরা শ্রদ্ধার পাত্র। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ৮৫০ গোল করার নজির গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
৫ বার ব্যালন ডি'অর জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন রোনাল্ডো।