ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে এশিয়ায় যোগ দিলেও, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের উন্মাদনা এতটুকু কমেনি। আল-নাসরের হয়ে নিজের সর্বস্ব দিয়ে সাফল্য পাওয়ার চেষ্টা করছেন রোনাল্ডো।

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হতে পারেন, কিন্তু অভিনেতা তো আর নন। মাঠে যেমন প্রাণ দিয়ে লড়াই করেন, তেমনই আবেগতাড়িতও হয়ে পড়েন। হারের পর লিওনেল মেসিকে মাঠেই কাঁদতে দেখা গিয়েছে। এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও মাঠেই কান্নায় ভেঙ পড়তে দেখা গেল। কিংস কাপ ফাইনালে টাইব্রেকারে আল-হিলালের কাছে হেরে গিয়েছে আল-নাসর। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। এরপর টাইব্রেকারে ৫-৪ জয় পায় আল-হিলাল। এরপরেই হতাশায় মাঠে শুয়ে পড়েন রোনাল্ডো। তিনি অঝোরে কাঁদতে থাকেন। সতীর্থ, কোচিং স্টাফের সদস্যরা গিয়ে তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতেও 'সি আর সেভেন'-এর কান্না থামছিল না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। সারা বিশ্বে ছড়িয়ে থাকা রোনাল্ডোর অনুরাগীরা এই ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

আল-নাসরের হয়ে সাফল্য পাচ্ছেন না রোনাল্ডো

২০২২ সালের বিশ্বকাপের পরেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দেন রোনাল্ডো। সৌদি আরবের এই ক্লাবের হয়ে ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করছেন বিশ্বের অন্যতম সেরা তারকা। কিন্তু তাঁর দল সাফল্য পাচ্ছে না। সৌদি প্রো লিগে আল-নাসরের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে আল-হিলাল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালেই হেরে গিয়েছে আল-নাসর। এবার কিংস কাপ ফাইনালেও আল-হিলালের কাছে হেরে গেল আল-নাসর। এই হার মেনে নিতে পারছেন না রোনাল্ডো। এই কারণেই তিনি চোখের জল ধরে রাখতে পারেননি।

Scroll to load tweet…

সৌদি প্রো লিগে নতুন রেকর্ড রোনাল্ডোর

সৌদি প্রো লিগে এবারের মরসুমে ৩৫ গোল করে নতুন নজির গড়েছেন রোনাল্ডো। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও, দল সাফল্য পাচ্ছে না। বাকিরা সমান পারফরম্যান্স দেখাতে পারছেন না। এর ফলেই আল-নাসরকে সাফল্য এনে দিতে পারছেন না রোনাল্ডো।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Cristiano Ronaldo: ১-২ মরসুম পরেই অবসর নিচ্ছেন রোনাল্ডো? বান্ধবীর মন্তব্যে জল্পনা

Cristiano Ronaldo: দর্শকদের উদ্দেশ্যে অশালীন আচরণ, নির্বাসিত রোনাল্ডো

Cristiano Ronaldo: সর্বাধিক গোলদাতা হিসেবে বছর শেষ করে খুশি, নতুন বছরেও একই লক্ষ্যে রোনাল্ডো