আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপ্রই ইউরো কাপ (Euro Cup 2024) ফাইনালের লড়াইতে জার্মানির বার্লিন স্টেডিয়ামে, মুখোমুখি হবে স্পেন বনাম ইংল্যান্ড (Spain vs England Euro 2024)। আর সেই ম্যাচেই চোখ থাকবে ব্রিটিশ তারকা হ্যারি কেনের (Harry Kane) ওপর।
আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপ্রই ইউরো কাপ (Euro Cup 2024) ফাইনালের লড়াইতে জার্মানির বার্লিন স্টেডিয়ামে, মুখোমুখি হবে স্পেন বনাম ইংল্যান্ড (Spain vs England Euro 2024)। আর সেই ম্যাচেই চোখ থাকবে ব্রিটিশ তারকা হ্যারি কেনের (Harry Kane) ওপর।
ক্লাব এবং আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে ৩০০-র বেশি গোল রয়েছে তাঁর ঝুলিতে। ব্যক্তিগত পর্যায়ে হ্যারি কেন বিশ্বকাপে জিতেছেন গোল্ডেন বুট সহ অসংখ্য পুরস্কার। কিন্তু দলগতভাবে কোনও বড় ট্রফি জয়ের স্বাদ তিনি পাননি।
এদিকে ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছেন ইংল্যান্ডের ক্লাব টটেনহাম হটস্পারে। কিন্তু ক্লাবের মতো কেনেরও ট্রফির ভাঁড়ার যেন শূন্য। দলবদল করে পরে এসেছেন জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখে। যারা ধারাবাহিকভাবে বুন্দেশলিগা জিতে এসেছে।
কিন্তু এবার ট্রফিখরা ঘোচাতে চাইছেন তিনি। গত ইউরো কাপের ফাইনালে উঠেও হারতে হয়েছিল ইতালির কাছে। সেই প্রসঙ্গে হ্যারি কেন জানান, “এটা অস্বীকার করার উপায় নেই যে, আমি দলগতভাবে কোনও ট্রফি জিততে পারিনি। কিন্তু আমি বরাবর সেই তকমা ঘোচানোর চেষ্টা করি।”
কিন্তু তিনি কি সেই স্বপ্নপূরণ করতে পারবেন? সেই উত্তর দেবে সময়। সেইসঙ্গে, ইংল্যান্ডও ১৯৬৬ সালের পর থেকে আর কোনও ট্রফি জিততে পারেনি। ইংল্যান্ড স্ট্রাইকার স্পষ্ট জানিয়েছেন যে, “আমার কাছে এখন বড় ট্রফি জয়ের সুযোগ এসেছে। সেইসঙ্গে নিজের দেশকেও গর্বিত করতে চাই আমি। নিজের ক্যারিয়ারে যা সাফল্য পেয়েছি, সেই সবকিছু বিসর্জন দিয়ে এবারের ইউরো জিততে চাই।”
সবমিলিয়ে, ইউরো কাপের ফাইনালে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী হ্যারি কেন। ফাইনালে তাদের সামনে স্পেন। এখন দেখার বিষয় এটিই যে, শেষপর্যন্ত জয়ের হাসি কোন দল হাসে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।