গত ২ দশকে জার্মানির অন্যতম সফল স্ট্রাইকার টমাস মুলার। ২০২৪ সালের বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জার্মানিকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন মুলার।
দেশের মাটিতে ইউরো কাপে ব্যর্থতার জের, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন জার্মানির স্ট্রাইকার টমাস মুলার। তাঁর বয়স ৩৪ বছর। আরও কয়েক বছর আন্তর্জাতিক ফুটবলে খেলতে পারতেন। কিন্তু এখন আর আগের মতো ফিট নেই মুলার। তিনি প্রথম একাদশে সুযোগও পাচ্ছেন না। এই কারণেই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে গেলেন মুলার। ১৪ বছর দেশের হয়ে খেলেছেন এই স্ট্রাইকার। ২০১০ সালের মার্চে তাঁর অভিষেক হয়। জার্মানির হয়ে ১৩১ ম্যাচ খেলে ৪৫ গোল করেছেন মুলার। তিনি বড় প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। এই কারণে অত্যন্ত জনপ্রিয় মুলার। তাঁর বিদায়ে ফুটবলপ্রেমীরা দুঃখিত। তবে জার্মানির হয়ে আর না খেললেও, ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন মুলার।
প্রথম বিশ্বকাপেই চমকপ্রদ পারফরম্যান্স
২০১০ সালে জার্মানির সিনিয়র দলের হয়ে প্রথম বিশ্বকাপ খেলেন মুলার। সেই বিশ্বকাপে ৫ গোল করে গোল্ডেন বুট ও ফিফা ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড জেতেন মুলার। এরপর ২০১৪ সালের বিশ্বকাপেও ৫ গোল করেন এই স্ট্রাইকার। এর মধ্যে গ্রুপ পর্যায়ে পর্তুগালের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন মুলার। সেমি-ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ৭-১ জয় পায় জার্মানি। সেই ম্যাচেও গোল করেন মুলার। তিনি ক্লাব দল বায়ার্ন মিউনিখের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন।
সোশ্যাল মিডিয়া পোস্টে অবসর ঘোষণা
সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক ভিডিও বার্তার মাধ্যমে অবসরের কথা ঘোষণা করেছেন মুলার। তিনি জানিয়েছেন, ১৩১ ম্যাচ খেলার পর জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন। এই স্ট্রাইকার আরও জানিয়েছেন, দেশের হয়ে খেলার সুযোগ পেয়ে তিনি গর্বিত। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছেন মুলার। তিনি ২০২৬ সালের বিশ্বকাপে সমর্থক হিসেবে জার্মানির খেলা দেখবেন বলেও জানিয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Finalissima 2025: 'আজ ফুটবল জিতল,' মেসির বিরুদ্ধে ফিনালিসিমায় খেলা নিশ্চিত হওয়ার পর বার্তা ইয়ামালের
Lionel Messi: ক্লাব ও দেশ মিলিয়ে ৪৫ ট্রফি, নতুন রেকর্ড লিওনেল মেসির
Lionel Messi: চোখে জল-মুখে হাসি, কোপা আমেরিকা ফাইনালে নজর কাড়ল মেসির অভিব্যক্তি, ভাইরাল ভিডিও