UEFA EURO 2024: জর্জিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয়, ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে স্পেন

Published : Jul 01, 2024, 02:27 AM ISTUpdated : Jul 01, 2024, 02:50 AM IST
Spain

সংক্ষিপ্ত

এবারের ইউরো কাপ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার স্পেন ও জার্মানি। এই দুই দলই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। নতুন করে দল গুছিয়ে নিয়েছে এই দুই দেশ।

জর্জিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৪-১ গোলে জয় পেয়ে চলতি ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল স্পেন। ১৮ মিনিটে রবিন লে নরম্যান্ডের গোলে পিছিয়ে পড়ে স্পেন। তবে ৩৯ মিনিটে সমতা ফেরান রডরি। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের রং বদলে যায়। প্রথমার্ধে লড়াই করলেও, দ্বিতীয়ার্ধে আর স্পেনকে আটকে রাখতে পারেনি জর্জিয়া। ৫১ মিনিটে স্পেনকে এগিয়ে দেন ফ্যাবিয়ান রুইজ। ৭৫ মিনিটে ব্যবধান বাড়ান নিকো উইলিয়ামস। এরপর ৮৩ মিনিটে স্পেনের হয়ে চতুর্থ গোল করেন ড্যানি অলমো। এই জয়ের পর কোয়ার্টার ফাইনালে জার্মানির মুখোমুখি হচ্ছে স্পেন। এবারের ইউরো কাপে অন্যতম আকর্ষণীয় হতে চলেছে এই ম্যাচ।

ইউরো কাপে নতুন নজির স্পেনের

ইউরো কাপে পিছিয়ে পড়ে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজির গড়ল স্পেন। ১২ বছর পর ইউরো কাপ বা বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতার নক-আউট পর্যায়ে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে কোনও ম্যাচে জয় পেল স্পেন। শেষবার এই জয় এসেছিল ২০১২ সালের ইউরো কাপের ফাইনালে। সেই ম্যাচে ইটালিকে ৪-০ উড়িয়ে দেয় স্পেন। এবার জর্জিয়ার বিরুদ্ধেও ৪ গোল করল ইউরো কাপের প্রাক্তন চ্যাম্পিয়নরা। স্পেনের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৭ বার খেলেছে জর্জিয়া। প্রতিবারই তারা হেরে গেল। স্পেনের বিরুদ্ধে ২৩ গোল হজম করে মাত্র ৪ গোল করতে পেরেছে জর্জিয়া।

নজর কাড়ছেন ইয়ামাল

এবারের ইউরো কাপে স্পেনের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ১৬ বছরের ল্যামিন ইয়ামাল। জর্জিয়ার বিরুদ্ধেও নজর কাড়লেন ইয়ামাল। রাইট উইং দিয়ে আক্রমণে উঠে বারবার জর্জিয়ার রক্ষণকে ফালাফালা করে দিলেন এই তরুণ উইঙ্গার। জার্মানির বিরুদ্ধে স্পেনের লড়াই অত্যন্ত কঠিন। সেই ম্যাচেও ইয়ামালকে ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

England Vs Slovakia: স্লোভাকিয়ার স্বপ্নভঙ্গ, ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

Germany Vs Denmark: ডেনমার্কের বিরুদ্ধে অনায়াস জয়, ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে জার্মানি

Euro Cup: ইউরো থেকে বিদায় ইতালির, ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে সুইজ়ারল্যান্ড

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?