সংক্ষিপ্ত
ইউরো কাপে কোনও দলকেই পিছিয়ে রাখা যায় না। বিশেষ করে নক-আউট পর্যায়ে যে কোনও দলই জয় পেতে পারে। রবিবার ইংল্যান্ড-স্লোভাকিয়া ম্যাচেও সেটাই দেখা গেল।
ইউরো কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায়ের আশঙ্কা তৈরি হলেও, শেষপর্যন্ত কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল গতবারের রানার্স ইংল্যান্ড। শনিবার সুইৎজারল্যান্ডের কাছে হেরে ছিটকে যায় গতবারের চ্যাম্পিয়ন ইটালি। ২৪ ঘণ্টার মধ্যেই স্লোভাকিয়ার বিরুদ্ধে মারাত্মক চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। রবিবার অসাধারণ লড়াই করে স্লোভাকিয়া। ২৫ মিনিটে গোল করে স্লোভাকিয়াকে এগিয়ে দেন ইভান স্ক্রানজ। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে ইংল্যান্ডের হয়ে সমতা ফেরান জুড বেলিংহ্যাম। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর জয়সূচক গোল করেন হ্যারি কেন। নির্ধারিত সময়ের প্রথমার্ধে স্লোভাকিয়ার আক্রমণ বেশি থাকলেও, দ্বিতীয়ার্ধে বেশিরভাগ সময়ই খেলা হয় তাদের বক্সে। তবে অনেক চেষ্টা করেও গোল করতে পারছিল না ইংল্যান্ড। যদিও সংযোজিত সময়ে আর আক্রমণের চাপ সামাল দিতে পারল না স্লোভাকিয়া। ফলে তারা ইতিহাস গড়ার খুব কাছাকছি গিয়েও খালি হাতে ফিরল। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ সুইৎজারল্যান্ড।
অতিরিক্ত সময়ে জয় ইংল্যান্ডের
এবারের ইউরো কাপে অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ড। তবে মাঝেমধ্যেই ছন্দ হারিয়ে ফেলছে গ্যারি সাউথগেটের দল। রবিবারই যেমন স্লোভাকিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রথম ৩০ মিনিটে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি ইংল্যান্ড। তবে নির্ধারিত সময়ের দ্বিতীয়ার্ধে দাপট দেখান ফিল ফডেন, বুকায়ো সাকারা। স্লোভাকিয়া যথেষ্ট লড়াই করে। কিন্তু বেলিংহ্যাম সমতা ফেরানোর পরেই ম্যাচ থেকে হারিয়ে যায় স্লোভাকিয়া।
পিছিয়ে পড়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ইংল্যান্ড
ইউরো কাপে গত ৪ ম্যাচে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। এই পরিসংখ্যানই প্রমাণ করে দিচ্ছে, এই ইংল্যান্ড দল হাল ছাড়ছে না। অতীতে মানসিকভাবে পিছিয়ে থাকত ইংল্যান্ড। কিন্তু প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলকে বদলে দিয়েছেন সাউথগেট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Germany Vs Denmark: ডেনমার্কের বিরুদ্ধে অনায়াস জয়, ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে জার্মানি
Euro Cup: 'রোনাল্ডোকে একবার ছোঁয়ার ইচ্ছে' গ্যালারি থেকে ঝাঁপ দর্শকের, দেখুন ভিডিও
Euro Cup: ইউরোর শেষ ষোলোর লড়াইতে মুখোমুখি কারা? একঝলকে দেখে নিন পূর্ণাঙ্গ সূচি