সংক্ষিপ্ত
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের কেরিয়ার কি শেষের পথে? যেভাবে পরপর চোট পেয়ে চলেছেন এই স্ট্রাইকার, তাতে তাঁর ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে।
সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর ছেড়ে কি এবার আল-হিলালে যোগ দিতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? আল-হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ফের চোট পাওয়ার পরেই রোনাল্ডোর দলবদল নিয়ে জল্পনা শুরু হয়েছে। সৌদি আরবের ফুটবলে আল-নাসর ও আল-হিলাল কট্টর প্রতিদ্বন্দ্বী। আল-নাসরের হয়ে শুরুতে খুব একটা সাফল্য না পেলেও, পরবর্তীকালে দলকে অনেক সাফল্য এনে দিয়েছেন রোনাল্ডো। অন্যদিকে, আল-হিলালে যোগ দেওয়ার পর বেশিরভাগ সময়ই চোটের জন্য মাঠের বাইরে কাটিয়েছেন নেইমার। তিনি ফের চোট পেয়েছেন। এই পরিস্থিতিতে ২০২৫ সালের জানুয়ারিতে দলবদল করতে পারেন রোনাল্ডো। তাঁকে নিয়ে এখন সৌদি আরবের ফুটবল মহল সরগরম।
সৌদি আরবেই কেরিয়ার শেষ করবেন রোনাল্ডো?
রোনাল্ডোর বয়স এখন ৩৯ বছর। তিনি হয়তো আর ইউরোপের ক্লাব ফুটবলে ফিরবেন না। সৌদি প্রো লিগে খেলেই ক্লাব কেরিয়ার শেষ করতে পারেন এই পর্তুগিজ তারকা। ২০২৫ পর্যন্ত তাঁর সঙ্গে আল-নাসরের চুক্তি আছে। তবে আল-হিলাল নতুন চুক্তির প্রস্তাব দিচ্ছে। রোনাল্ডোকে বিপুল আর্থিক চুক্তির প্রস্তাব দেওয়া হচ্ছে। এই প্রস্তাবে সাড়া দিতে পারেন রোনাল্ডো।
নেইমারের কেরিয়ার শেষ?
২০২৩ সালের অগাস্টে পিএসজি ছেড়ে আল-হিলালে যোগ দেন নেইমার। কিন্তু এই তারকা স্ট্রাইকার এখনও পর্যন্ত মাত্র ৭ ম্যাচ খেলেছেন। হাঁটুর চোটের জন্য প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নেমে মাত্র ২৯ মিনিট খেলেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান নেইমার। তাঁকে ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এই স্ট্রাইকার বারবার চোট পাওয়ায় আল-হিলাল ম্যানেজমেন্ট আর তাঁর উপর ভরসা রাখতে পারছে না। নেইমারের পরিবর্তে রোনাল্ডোকে দলে নেওয়ার চেষ্টা শুরু হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Cristiano Ronaldo: অবসর নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? কী জানালেন পর্তুগালের কোচ?
Cristiano Ronaldo: কিংস কাপ ফাইনালে হারের পর কান্নায় ভেঙে পড়লেন রোনাল্ডো, ভাইরাল ভিডিও