বাইসাইকেল কিকে দুরন্ত গোল, পোল্যান্ডের বিরুদ্ধে পুরনো ঝলক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

Published : Nov 16, 2024, 01:35 PM ISTUpdated : Nov 16, 2024, 02:00 PM IST
Cristiano Ronaldo

সংক্ষিপ্ত

কালের নিয়মে বয়স বাড়ছে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফিটনেস এবং পারফরম্যান্সে তার কোনও প্রভাব পড়ছে না। ফুটবলের প্রতি এই মহাতারকার নিষ্ঠাও একইরকম আছে।

রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিরুদ্ধে বাইসাইকেল কিকে গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সারা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল। এমনকী, জুভেন্টাসের ফুটবলাররাও সেই গোল দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এবার উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের বিরুদ্ধে বাইসাইকেল কিকে গোল করে সারা বিশ্বকে চমকে দিলেন রোনাল্ডো। তিনি বহুদিন রিয়াল মাদ্রিদ ছেড়েছেন। জুভেন্টাস, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হয়ে এখন সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর এফসি-র  হয়ে খেলছেন রোনাল্ডো। কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় তিনি যেমন ক্ষিপ্র ছিলেন, যেমন গোলের খিদে ছিল, এখনও সেসব কিছুই বদলায়নি। বারবার ফুটবল দুনিয়াকে চমকে দিচ্ছেন 'সি আর সেভেন'।

জোড়া গোল রোনাল্ডোর

রোনাল্ডোর অসাধারণ পারফরম্যান্সের সুবাদে উয়েফা নেশনস লিগের ম্যাচে পোল্যান্ডকে ৫-১ উড়িয়ে দিল পর্তুগাল। জোড়া গোল করেন রোনাল্ডো। পর্তুগালের হয়ে বাকি গোলগুলি করেন রাফা লিয়াও, ব্রুনো ফার্নান্ডেজ, পেড্রো নেতো। ৭২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করার পর ৮৭ মিনিটে বাইসাইকেল কিক থেকে দ্বিতীয় গোল করেন রোনাল্ডো। ৮৮ মিনিটে সান্ত্বনা গোল করেন পোল্যান্ডের ডমিনিক মার্কজাক। তবে এই ম্যাচে ৬ গোল হলেও, রোনাল্ডোর দ্বিতীয় গোল নিয়েই সারা বিশ্বে আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়ায় এই গোলের ভিডিও ভাইরাল।

 

 

উয়েফা নেশনস লিগ কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

পোল্যান্ডকে উড়িয়ে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পর্তুগাল। ২০১৬ সালে ইউরো কাপ চ্যাম্পিয়ন হন রোনাল্ডোরা। ৮ বছর পর ফের দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা জেতাই রোনাল্ডোর লক্ষ্য। গত কয়েক বছরে পরপর আন্তর্জাতিক খেতাব জিতেছেন লিওনেল মেসি। ফলে রোনাল্ডোর উপর চাপ বেড়েছে। তিনি পর্তুগালকে উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন করে সমালোচকদের জবাব দিতে চাইছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফের চোট পাওয়া নেইমারের পরিবর্ত হিসেবে আল-নাসর ছেড়ে আল-হিলালে যাচ্ছেন রোনাল্ডো?

বিশ্ব ফুটবলে যুগাবসান, ২১ বছর পর ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকায় নেই মেসি-রোনাল্ডো

Cristiano Ronaldo: অবসর নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? কী জানালেন পর্তুগালের কোচ?

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?