কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) নবম দিনে দিনে কুস্তিতে ৩টি সোনা ও প্যারা টেবিল টেনিসে একটি সোনা সহ একাধিক পদক জিতেছে ভারতীয় দল। দেখে নিন দশম দিনে ভারতীয় দলের (Indian Team) পুরো সূচি।
কমনওয়েলথ গেমস ২০২২-এর নবম দিনেও ভারতের ঝুলিতে এসেছে একাধিক পদক। তার মধ্যে রয়েছে ৪টি সোনা। ৩টি কুস্তিতে ও একটি প্যারা টেবিল টেনিসে। এখনও পর্যন্ত গেমসে ভারতের ঝুলিতে রয়েছে মোট ৪০টি পদক। তারমধ্যে ১৩টি সোনা, ১১টি রুপো ও ১৬টি ব্রোঞ্জ। রবিবার গেমসের দশম দিনেও ক্রিকেট, বক্সিং, মহিলা হকি, অ্যাথলেটিক্স সহ একাধিক পদক জয়ের সুযোগ রয়েছে ভারতের সামনে। সুযোগ রয়েছে একাধিক সোনা জেতারও। পদক তালিকাতেও উপরের দিতে উঠে আসতে পারে ভারতীয় দল। তাই গেমসের দশম দিনেও ভারতীয় ক্রীড়াবিদদের কাছে তাদের সেরা পারফরম্যান্স দেখার অপেক্ষায় গোটা দেশ। নিজজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে খোলোয়াড়রা।
এক ঝলকে দেখে নিন কমনওয়েলথ গেমসের দশম দিনে ভারতীয় দলের সম্পূর্ণ ক্রীড়সূচি-
বক্সিং-
মহিলাদের ৪৮ কেজি ফাইনাল: নিতু - বিকেল ৩টা
পুরুষদের ৫১ কেজি ফাইনাল: অমিত পাঙ্গল - বিকেল ৩:১৫ মিনিট
মহিলাদের ৫০ কেজি ফাইনাল: নিখাত জারিন - সন্ধ্যা ৭টা
ব্যাডমিন্টন-
মহিলাদের সিঙ্গেলস সেমিফাইনাল: পিভি সিন্ধু - দুপুর ২:২০ মিনিট
পুরুষদের সিঙ্গেলস সেমিফাইনাল ১: লক্ষ্য সেন - বিকাল ৩:১০ মিনিট
পুরুষদের সিঙ্গেলস সেমিফাইনাল ২: কিদাম্বি শ্রীকান্ত - বিকেল ৩:১০ মিনিট
অ্যাথলেটিক্স এবং প্যারা অ্যাথলেটিক্স-
পুরুষদের ট্রিপল জাম্প ফাইনাল- আবদুল্লাহ আবুবকর,এলধোস পল,প্রবীণ চিত্রভেল - দুপুর ২:৪৫ মিনিট
পুরুষদের ১০,০০০ মিটার রেস ওয়াক ফাইনাল- অমিত,সন্দীপ কুমার - বিকেল ৩:৫০
মহিলাদের জ্যাভলিন থ্রো ফাইনাল- শিল্পা রানী,আন্নু রানী - বিকেল ৪:০৫ মিনিট
মহিলাদের 4 x100 মিটার রিলে ফাইনাল- বিকেল ৫:২৪ মিনিট
পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনাল- রোহিত যাদব,ডিপি মনু - রাত ১২:১০ মিনিট
পুরুষদের 4x400 মিটার রিলে ফাইনাল: রাত ১টা
স্কোয়াশ-
মিক্সড ডাবলস ব্রোঞ্জ পদক ম্যাচ: দীপিকা পাল্লিকাল/সৌরভ ঘোষাল - রাত ১০:৩০ মিনিট
টেবিল টেনিস এবং প্যারা টেবিল টেনিস:
মহিলাদের সিঙ্গেলস ব্রোঞ্জ পদক ম্যাচ: শ্রীজা আকুলা - ৩:৩৫ মিনিট
পুরুষদের ডাবলস স্বর্ণপদক ম্যাচ: শরথ কমল/জি সাথিয়ান - সন্ধ্যা ৬:১৫
পুরুষ একক সেমিফাইনাল 1: শরথ কমল
পুরুষ একক সেমিফাইনাল 2: জি সাথিয়ান
মিশ্র দ্বৈত স্বর্ণপদক ম্যাচ: শরথ কমল এবং শ্রীজা আকুলা – রাত ১২:১৫ মিনিট
ক্রিকেট-
মহিলাদের টি২০ ফাইনাল: ভারত - রাত ৯:৩০ মিনিট
হকি-
মহিলাদের ব্রোঞ্জ পদক ম্যাচ: ভারত বনাম নিউজিল্যান্ড - দুপুর ৯:৩০ মিনিট