শহীদদের প্রতি শ্রদ্ধা ও চিনা হামলার তীব্র নিন্দা বাইচুং,সুনীল,সাইনাদের

  • লাদাখের গালোয়ান উপত্যকায় ভারতীয় সেনার উপর চিনের হামলা
  • দু পক্ষের সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছেন বলে খবর
  • ভারতীয় সেনার তরফ থেকেও পালটা হামলা চালানো হয় চিনের উপর
  • সংঘর্ষে শহীদ ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্বদের
     

Sudip Paul | Published : Jun 17, 2020 12:46 PM IST / Updated: Jun 17 2020, 08:50 PM IST

লাদাখের গালওয়ান সীমান্তে চিন সেনার বর্বরোচিত  হামলার পর থেকে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ।  গালোয়ান উপত্যকায় ভারত-চিন সেনার সংঘর্ষে  ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহীদ হয়েছেন।। আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রায় ৪৫ বছর পর ভারত-চিন সীমান্তে ঝড়ল রক্ত। সোমবার রাতে গালোয়ান উপত্যকায় অতর্কিতে ভারতীয় সেনার উপর আক্রমণ চালায় চিনের সেনা।  চিনা সেনার এই কাপুরুষোচিত আক্রমণের নিন্দায় সরব হয়েছে ভারতীয় ক্রিড়া মহল। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী, প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুঁটিয়া, শাটলার সাইনা নেহওয়াল সহ অন্যান্যরা তীব্র নিন্দা করেছেন এই হামলার। একইসঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার পাশাপাশি, তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুনঃগালওয়ানে শহীদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন সচিন,বিরাট,রোহিতদের

চিনের হামলার নিন্দা করে বাইচুং বলছেন,'কিছুদিন আগেই চিন ভারত থেকে নিজেদের সব নাগরিককে সরিয়ে নিয়েছে। আমার মনে হয়, প্রকৃত সীমান্তরেখা বরাবর আমাদের সেনা জওয়ানদের পরিকল্পনা করে হত্যা করা হয়েছে।' পাহাড়ি বিছে বলছেন, “আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করছি। ভারত সরকারের কাছে আমার অনুরোধ, চিনের এই আগ্রাসনের সামনে মাথা নত করবেন না। কড়া পদক্ষেপ করুন।'

 

 

বাইচুংয়ের পাশাপাশি ভারতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ক সুনীল ছেত্রীও চিনের এই হামলার তীব্র নিন্দা করেন। তবে টিম ইন্ডিয়ার অধিনায়ক মাথা ঠাণ্ডা রেখে আলোচনার টেবিলে বসে সমস্যা সামাধান করার পক্ষে মত দিয়েছেন। সুনীল বলছেন,'দয়া করে আলোচনার টেবিলে বসে সব সমস্যার সমাধান করুন। দ্রুত পদক্ষেপ করুন সেই সব সেনা জওয়ানদের জন্য যাদের প্রাণ গেল, এবং সেই সব সেনা জওয়ানদের জন্য যাদের প্রাণ যেতে পারে।'

 

 

ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল জানিয়েছেন, আমি ভারতীয় সেনা বাহিনীকে স্যালুট জানাই। গালওয়ানে শহীদ ভারতীয় সেনা জওয়ানদেরও আমি শ্রদ্ধা জানাই। আমার হৃদয় এই সাহসী সেনাদের পরিবারের কাছে রয়েছে ও সমেবদনা জানাই।

 

 

গালওয়ানের ভারতীয় সেনার উপর হামলার তীব্র নিন্দা করেছেন কুস্তিগির যোগেশ্বর দত্ত। ঘটনায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন যোগেশ্বর।

 

 

ভারতীয় অ্যাথলিট হিমা দাস জানিয়েছেন, গালওয়ান ভ্যালিতে আমাদের সাহসী সেনাদের শহীদেরে খবর আমি গভীরভাবে দুঃখিত। দেশের প্রতি এই অমূল্য সেবার জন্য আমরা চিরকাল ঋণী থাকবো। তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা

 

আরও পড়ুনঃফিরছে ইপিএল,চিনে নিন প্রিমিয়ার লিগের ইতিহাসের সেরা ১০ গোল মেশিনদের

আরও পড়ুনঃ১৭ তারিখ ফিরছে ইপিএল, চোখ বুলিয়ে নিন প্রিমিয়ার লিগের ইতিহাসের সেরা ১০ গোলকিপারদের ওপর

Share this article
click me!