জর্জ ফ্লয়েডের শেষকৃত্যের সব দায়িত্ব নিলেন কিংবদন্তী বক্সার

  • জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ ছড়িয়ে পড়ছে গোটা বিশ্ব জুড়ে
  • প্রতিবাদে সামিল হয়েছেন বিশ্বের সর্বস্তরের ক্রীড়া ব্যক্তিত্বরা
  • জর্জ ফ্লয়েডের শেষকৃত্যের সব দায়িত্ব নিলেন বক্সার ফ্লয়েড মেওয়েদার
  • এটাই তার প্রতিবাদের ভাষা বলে জানিয়েছেন কিংবদন্তী তারকা বক্সার
     

Sudip Paul | Published : Jun 2, 2020 9:33 AM IST

পুলিসি হেফাজতে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যা। প্রতিবাদের ঢেউ ধীরে ধীরে আছড়ে পড়ছে গোটা বিশ্ব জুড়ে। প্রতারণায় অভিযোগে গ্রেফতারের পর গত সোমবার রাতে মিনিয়াপলিসের এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার জর্জ ফ্লয়েডকে তার গলার কাছে হাঁটু গেড়ে শ্বাসরোধ করে হত্যা করেন। প্রায়  ৯ মিনিট তার গলা হাঁটু দিয়ে চেপে ধরে রাখেন পুলিশ কর্মকর্তা ডেরেক চোবিন। তাকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যার অভিযোগও আনা হয়েছে। জর্জকে শ্বাসরোধ করে মৃত্যুর প্রতিবাদ এবং ন্যায়বিচারের দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক মাত্রায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। হোয়াইট থেকে শুরু করে রাজপথ সর্বত্র বিক্ষোভের আঁচ। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একাধিক জায়গায়। প্রতিবাদে গর্জে উঠেছে গোটা ক্রীড়া বিশ্বও। এবার জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদ স্বরূপ তাঁর শেষকৃত্যের সমস্ত খরচা নিজের কাধে তুলে নিলেন বক্সিং কিংবদন্তি ফ্লয়েড মেওয়েদার।

আরও পড়ুনঃজর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ লিভারপুল প্লেয়ারদের

Latest Videos

আরও পড়ুনঃজর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ দুই ক্যারেবিয়ান তারকার,ক্রিকেট বিশ্বকে প্রতিবাদে নামার ডাক

জর্জ ফ্লয়েড হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বক্সার ফ্লয়েড মেওয়েদার। ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে ৪৬ বছর বয়সি অফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের শেষকৃত্যের খরচ নিজের কাঁধে তুলে নিয়েছেন এই কিংবদন্তী বক্সার। এটাই তার প্রতিবাদের ভাষা বলেও জানিয়েছে তিনি। মেওয়েদারের প্রোমোশনাল সংস্থা ‘মেওয়েদার প্রোডাকশনস’ সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেয় বিশ্বচ্যাম্পিয়ন বক্সারের এই উদ্যোগের কথা। মেওয়েদারের প্রস্তাবে জর্জের পরিবার সম্মত হয়েছে বলেও খবর। জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে  ফ্লয়েড মেওয়েদারের মত কিংবদন্তী ক্রীড়াবিদরা সামনের সারিতে আসায় প্রতিবাদ নয়া মাত্রা পেয়েছে বলেই মনে করছে সকলে।

Share this article
click me!

Latest Videos

৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
পরকীয়া! নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! বোলপুরে TMC নেতার মৃত্যুতে রহস্য! গ্রেফতার ৫ | TMC News
'এরা সব লাইন দিয়ে জেলে যাবে, একটাও ভোট TMC-কে দেবেন না' রুদ্রমূর্তিতে শুভেন্দু | Suvendu Adhikari
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি