তিনি বিশ্বর এক নম্বর টেনিস তারকা। সবাই তাঁকে টেনিস ব়্যাকেট হাতে দেখেই অভ্যস্ত। কিন্তু এবার নিজের মধ্যে লুকিয়ে রাখা আরও একটা ইচ্ছে পূরণের চেষ্টা করলেন নোভাক জোকোভিচ। জাপান ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ খেলতে জোভাক এখন জাপানে। নিজের খেলার ফাঁকে নোভাক পৌছে গিয়েছিলেন সুমো ফাইটারদের আখড়ায়। সেখানে গিয়ে সুমো ফাইটারদের সঙ্গে কুস্তির অনুশীলনে নেম পরলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। লড়াই করার চেষ্টার করলেন, কিন্তু সেই চেষ্টায় সফল হতে পারলেন না জোকার।
আরও পড়ুন - উসেইন বোল্টের রেকর্ড ভাঙলেন অ্যালিসন, মিক্সড রিলেতে সাত নম্বরে শেষ করল ভারতীয় দল
সুমো ফাইটারদের সঙ্গে সময় কাটানোর পর নোভাক বলছেন, ‘আরও কিছুটা ওজন বড়িয়ে নিতে পারলে আমিও খেলতে পারব। এখন যা ওজন আছে তার তিন গুন প্রয়োজন। ওনাদের ফ্লেক্সিবিলিটি দেখে আমি চমকে গেলাম।’
আরও পড়ুন - বাংলাদেশের বিরুদ্ধে জয়, অনুর্ধ্ব ১৮ সাফ ফুটবল চ্যাম্পিয়ন ভারত
সুমো ফাইটারদের সঙ্গে দেখে করতে আশার আগে বাবাকে ফোন করেছিলেন নোভাক। বলছেন, ‘কাল ফোনে বাবার সঙ্গে কথা হচ্ছিল। বাবা আমায় মনে করিয়ে দিল ছোট বেলায় আমি ও বাবা দুজনই আকেবোনোর সুমো ফাইটিং দেখতাম।’
আরও পড়ুন - খেলো ইন্ডিয়া প্রকল্পে বাড়তি ৭.৮৭ কোটি টাকা বরাদ্দ ভারত সরকারের