ভারতীয় অলিম্পিক দলকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় বিশেষ অতিথি হিসেবে সকলকে আমন্ত্রণ। জানানো হবে সংবর্ধনা।
টোকিও অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন মীরাবাঈ চানু। ভারোত্তোলনে প্রথমবার অলিম্পিকের ইতিহাসে মহিলা হিসেবে রূপো জিতে ইতিহাস তৈরি করেছেন তিনি। অপরদিকে প্রথম ভারতীয় মহিলা ও শাটলার হিসেবে পরপর দুবার অলিম্পিক মেডেল জিতে দেশকে গর্বিত করেছেন পিভি সিন্ধু। রিও-তে রূপো ও টোকিওতে ব্রোঞ্জ জিতেছেন প্রাক্তন বিশ্বজয়ী শাটলার। পাশাপাশি পদক নিশ্চিৎ করে ফেলেছেন বক্সার লভলিনা বরগোহাঁই। দেশকে গর্বিত করার জন্য স্বাধীনতা দিবসে এদের বিশেষ সংবর্ধনা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১৫ অগাস্ট লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেই দিনই লালকেল্লার অনুষ্ঠানে বিশেষ সম্মান দেওয়া হবে সিন্ধু-চানু-লভলিনাদের। তবে শুধু পদক জয়ীরাই নয়, ভারতের পুরো অলিম্পিক দলকে ১৫ অগাস্ট লালকেল্লা স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর মারফত জানা গিয়েছে, দেশকে গর্বিত ও দেশের হয়ে নিজেদের সেরাটা উজার করে দেওয়ার জন্য সকলকে সংবর্ধিত করবেন নরেন্দ্র মোদী। একইসঙ্গে নিজের বাসভবনেও ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদী।
আরও পড়ুনঃঅধরা থেকে গেল ফাইনালে ওঠার স্বপ্ন, হকির সেমিতে বেলজিয়ামের বিরুদ্ধে ৫-২ গোলে হার ভারতের
আরও পড়ুনঃ'ভারত তোমাদের জন্য গর্বিত', হকি দলের মনোবল বাড়িয়ে জানালেন প্রধানমন্ত্রী
আরও পড়ুনঃ৩৭-এ পা সুনীল ছেত্রীর, ফুটবল অধিনায়ক ও প্রিয় বন্ধুকে শুভেচ্ছা ক্যাপ্টেন কোহলির
প্রসঙ্গত ভারতের খেলাধুলোর উন্নতি নিয়ে খুবই আগ্রহী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালেও, ভারত ও বেলজিয়ামের ম্যাচ সরাসরি বসে দেখেছেন তিনি। ম্যাচের মাঝে ভারতীয় দলকে শুভেচ্ছা জানানো পাশাপাশি ম্যাচ হারের পর সকলের মনবোলও বাড়িয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। লিখেছেন,'জেতা, হারা জীবনের অঙ্গ। ভারতের ছেলেদের হকি দল অলিম্পিক্সে নিজেদের সেরাটা দিয়েছে। সেটাই আসল। পরের ম্যাচের জন্য শুভেচ্ছা জানাই। ভারত তোমাদের জন্য গর্বিত।' এবার দেশের সকল অলিম্পিক প্রতিযোগিদের স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় সম্মান জানানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেবন সকলেই।