দেশের প্রথম মহিলা পর্বাতোরোহী হিসেবে অনন্য নজির গড়লেন মহারাষ্ট্র্রের প্রিয়াঙ্কা মোহিতে (Priyanka Mohite)। ৫টি আট হাজারি শৃঙ্গ জয় করে ইতিহাসের পাতায় নাম লেখালেন মহিলা পর্বাতারোহী (Mountaineer)।
উচ্চতাকে ছোয়া বা জয় করা তার নেশা। আর সেই তাগিদেই একের পর এক শৃঙ্গ জয় করে চলেছেন পশ্চিম মহারাষ্ট্রের সাতারার তরুণী প্রিয়াঙ্কা মোহিতে। ঝুলিতে রয়েছে তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড সম্মানও। ২০১৭-১৮ সালে বেঙ্গালুরু-ভিত্তিক এই পর্বতারোহীকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য শিব ছত্রপতি রাজ্য পুরস্কার দেয় মহারাষ্ট্র সরকার। আর এবার কাঞ্চনজঙ্ঘা জয় করে অনন্য নজির গড়লেন প্রিয়াঙ্কা। দেশের প্রথম মহিলা পর্বাতোরোহী হিসেবে একটা-দুটো নয়, পাঁচটি আট হাজার বা তার বেশি উচ্চতার পর্বত শৃঙ্গ জয় করলেন তিনি। এই কৃতিত্ব অর্জনের খবর বৃহস্পতিবার বিকেলে সংবাদ মাধ্যমকে জানান প্রিয়াঙ্কা মোহিতের ভাই আকাশ মোহিতে। তারপর থেকেই নানা মহল থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মহিলা পর্বাতারোহী।
বৃহস্পতিবার বিকেল ৪.৫২ মিনিটে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা (৮,৫৮৬ মিটার) অভিযান সফল করেন প্রিয়াঙ্কা। ০২১ সালের এপ্রিল মাসে বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা (৮,০৯১ মিটার) অভিযান করেন প্রিয়াঙ্কা ও সফল হন। এই পর্বত অভিযানে প্রথম ভারতীয় মহিলা পর্বতারোহীর কৃতিত্ব অর্জন করেন তিনি। এছাড়াও, ২০১৩ সালে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ( ৮,৮৪৯ মিটার), ২০১৮ সালে মাউন্ট লোটসে (৮,৫১৬ মিটার), মাকালু পর্বত (৮,৪৮৫ মিটার) ও ২০১৬ সালে মাউন্ট কিলিমাঞ্জারো (৫,৮৯৫5 মিটার) অভিযানে সফল হন প্রিয়াঙ্কা। এবার কাঞ্চনজঙ্ঘা জয় করে প্রথম ভারতীয় মহিলা হিসেবে পাঁচটি আট হাজারি শৃঙ্গ জয়ের রেকর্ড তৈরি করলেন প্রিয়াঙ্কা মোহিতে।
শৈশব থেকেই পর্বতারোহণের প্রতি অনুরাগী প্রিয়াঙ্কা কৈশোরেই মহারাষ্ট্রের সহ্যাদ্রি রেঞ্জে পর্বতমালা অভিযান করেন। পাশাপাশি, ২০১২ সালে উত্তরাখণ্ডের হিমালয়ের গাড়োয়াল বিভাগের একটি পর্বতমালা বান্দরপুঞ্চ অভিযান করেন তিনি। ২০১৫ সালে মাউন্ট মেন্থোসা অভিযান করেন প্রিয়াঙ্কা। হিমাচল প্রদেশের লাহৌল ও স্পিতি জেলার মাউন্ট মেন্থেসা হলো দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ (৬,৪৪৩ মিটার)। কাঞ্চনজঙ্ঘা জয় করার পর সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি ফিরে আসলে সংবর্ধনা জানানো হবে প্রসানের তরফে। আগামি দিনেও এমন আরও উচ্চতা জয় কাই প্রিয়ঙ্কার লক্ষ্য বলে জানিয়েছেন প্রিয়াঙ্কার পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃMI vs GT- মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটানস ম্য়াচে কেমন হতে পারে দুই দল, দেখে নিন