সংক্ষিপ্ত
আইপিএল ২০২২ (IPL 2022) -এ শুক্রবার মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটানস (MI vs GT)। পঞ্জাবের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে ফের জয়ে ফেরাই লক্ষ্য হার্দিক পান্ডিয়ার দলের। অপরদিকে মরসুমের দ্বিতীয় জয় পেতে মরিয়া রোহিত শর্মার দল।
শুক্রবার আইপিএল ২০২২-এর মেগা ফাইটে মুখোমুখি লিগ টেবিলের এক নম্বর ও দশ নম্বর দল। একদিকে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস, অপরদিকে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। তবে শেষ ম্য়াচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে এবারের প্রতিযোগিতায় প্রথম জয় পেয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল। দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামছে মুম্বই। অপরদিকে গত ম্য়াচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের দ্বিতীয় হারের সম্মুখীন হতে হয়েছে গুজরাট টাইটানসকে। একটি হারে খুব একটা সমস্যা না থাকলেও ফের জয়ের রাস্তায় ফিরতে মরিয়া গুজরাট। আর আজকের ম্যাচ বিশেষ করে হার্দিক পান্ডিয়ার কাছে প্রেস্টিজ ফাইট। নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে নামবেন তিনি। তাকে রিটেন না করায় আক্ষেপ ছিল হার্দিকের। ফলে নিজের পুরোনো দলকে হারিয়ে জবাব দেওয়াই লক্ষ্য হার্দিকের।
জয়ে ফেরাই লক্ষ্য গুজরাট টাইটানসের-
আইপিএলের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে গুজরাট টাইটানস। ১০টি ম্যাচের মধ্যে ৮টি জিতে ইতিমধ্যেই শেষ চারের জায়গা প্রায় পাকা করে ফেলেছে হার্দিক পান্ডিয়ার দল। শেষ ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে প্রতিযোগিতায় ফের জয়ের রাস্তায় ফেরাই লক্ষ্য গুজরাটের। ব্যাটিং লাইনআপে হার্দিক পান্ডিয়া, সাই সুদর্শন, জেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, রাহুল তেওয়াটিয়াদের ফর্ম একদিকে যেমন ভরসা দিচ্ছে দলকে, ঠিক তেমনই ওপেনা শুবমান গিলের ব্যাটে রানের খরা কিছুটা চিন্তা বাড়িয়েছে। বোলিং লাইনআপে অবশ্য ছন্দে রয়েছেন মহম্ম শামি, লকি ফার্গুসন, আলজারি জোসেফ, রাশিদ খানরা। সব মিলিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ে ফিরে শেষ চারের টিকিটি পুরোপুরি নিশ্চিৎ করাই লক্ষ্য গুজরাটের।
দ্বিতীয় জয়ের লক্ষ্যে মুম্বই ইন্ডিয়ান্স-
টানা ৮ ম্যাচ হারের পর অবশেষে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরসুমের প্রথম জয়ের স্বাদ পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। জয়ে ফিরে কিছুটা হলেও আত্মবিশ্বাস বেড়েছে রোহিত শর্মার দলের। তবে এখনও দলে একাধিক সমস্যা রয়েছে। ব্যাটিং লইনআপে এখনও ব্যাটে রান নেই রোহিত শর্মা, ইশান কিশান, কায়রন পোলার্ডদের। তবে সূর্যকুমার যাদব ও এনন তিলক ভার্মারা রানের মধ্যে রয়েছে। তবে গত ম্যাচে জসপ্রীত বুমরা, ঋত্ত্বিক শকিন, রিলে মারডিথ, কুমার কার্তিকে ভালো ছন্দে বোলিং করেছেন। যা কিছুটা স্বস্তিতে রেখেছে টিম ম্য়ানেজমেন্টকে। অনেক কষ্টে এবার প্রথম জয় পেয়েছে রোহিত শর্মার দল। সেই জয়ের পথে থাকাই এখন মরসুমের শেষ কয়েকটি ম্যাচ প্রধান লক্ষ্য মুম্বই ইন্ডিয়ান্সের।
পিচ রিপোর্ট-
গুজরাট টাইটানস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচ হতে চলছে মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামে। এখানকার উইকেট ব্য়াটসম্য়ানদের জন্য সহায়ক হলেও স্পিনাররাও সাহায্য পেয়ে থাকে। হাইস্কোরিং খেলা হওয়ার সম্ভাবনাই এখানে বেশি। তবে রাতের খেলা হওয়ায় শিশির সমস্যার বিষয়টি মাথায় রাখতে হচ্ছে দুই দলকে। তাই টস জিতে প্রথমে ব্য়াটিং করার সিদ্ধান্তকেই সঠিক মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ম্য়াচ প্রেডিকশন-
হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মার দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে, যারা একার ক্ষমতায় ম্য়াচের ভাগ্য নির্ধারন করতে পারে। দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের থেকে কিছুটা এগিয়ে গুজরাট টাইটানস। সাম্প্রতিক ফর্মের নিরিখে কিছুটা এগিয়ে গুজরাট। আজকের ম্যাচে হার্দিক পান্ডিয়ার দলকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।