পদকের আরও কাছে সিন্ধু, ড্যানিশ প্রতিপক্ষকে স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারতীয় শাটলার

প্রি কোয়ার্টার ফাইনালেও দুরন্ত পিভি সিন্ধু। স্ট্রেট সেটে হারালেন ড্যানিশ তারকাকে। খেলার ফল ২১-১৫, ২১-১৩। কোয়ার্টার ফাইনালে ভারতীয় তারকা শাটলার।

রিও রূপোর পদক টোকিওতে সোনা করার লক্ষ্যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ভারতীয় তাররকা শাটলার পিভি সিন্ধু। এর আগে প্রথম দুটি রাউন্ডে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছিলেন সিন্ধু। প্রি কোয়ার্টার ফাইনালেও অব্যাহত রইল সিন্ধু ঝড়। প্রতিপক্ষকে ফের স্ট্রেট সেটে হারিয়ে টোকিও ২০২০ অলিম্পিক্সেপ কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করে ফেললেন রিও অলিম্পিকের রূপো জয়ী শাটলার পিভি সিন্ধু। 

 

Latest Videos

আরও পড়ুনঃটোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল আর্জেন্টিনা

প্রি কোয়ার্টার ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ ছিল বিশ্বের ১২ নম্বর ব্যাডমিন্টন তারকা ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ড। টোকিও অলিম্পিকে ৬ নম্বর বাছাইয়ের মর্যাদা পাওয়া পিভি সিন্ধুর বিরুদ্ধে তেমন একটা লড়াই দিতে পারেননি তিনি। সিন্ধুর একের পর এক আক্রমণের কোনও জবাব ছিল না তার কাছে। প্রথম সেটের শুরপ থেকেই চেনা ছন্দে পাওয়া যায় ভারতীয় শাটলারকে। চাপে রাখেন ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডকে।  ২১-১৫ ব্য়বধানে জিতে প্রথম সেট নিজের নামে করেন পিভি সিন্ধু।

 

আরও পড়ুনঃ'কেন যে Break-up করলাম' - অলিম্পিকে পদক জিততেই প্রাক্তন প্রেমিকার হাহুতাশ, তুমুল Viral ভিডিও

আরও পড়ুনঃমুখ টিপে হাসছে মেয়েরা, ছেলেরা বলছে 'আহ' - কেন ভাইরাল হল অলিম্পিক স্কেটবোর্ডারের চোটের ভিডিও

দ্বিতীয় সেটে আরও বেশি আগ্রাসী মেজাজে পাওয়া যায় পিভি সিন্ধুকে। বিশ্বের ১২ নম্বর তারকাকে ২১-১৩ ব্যবধানে পরাজিত করেন তিনি। পরপর দুই সেট জিতে কোয়ার্টার ফাইনালে নিজের নাম পাকা করে ফেলেন সিন্ধু। ড্যানিশ তারকার বিরুদ্ধে বরাবরই রেকর্ড ভালো সিন্ধু। এর আগে মোট ৫ সাক্ষাতে ৪ বারই জয়ী হয়েছে তিনি। সিন্ধু দুরন্ত ফর্ম দেখে পদক জয়ের আশা আরও উজ্জ্বল হচ্ছে। স্বপ্ন দেখছে দেশবাসীও। তবে এবার অন্য কিছু নয়, সিন্ধুর টার্গেড গোল্ড।


Share this article
click me!

Latest Videos

Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul