পদকের আরও কাছে সিন্ধু, ড্যানিশ প্রতিপক্ষকে স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারতীয় শাটলার

প্রি কোয়ার্টার ফাইনালেও দুরন্ত পিভি সিন্ধু। স্ট্রেট সেটে হারালেন ড্যানিশ তারকাকে। খেলার ফল ২১-১৫, ২১-১৩। কোয়ার্টার ফাইনালে ভারতীয় তারকা শাটলার।

Sudip Paul | Published : Jul 29, 2021 3:22 AM IST / Updated: Jul 29 2021, 09:19 AM IST

রিও রূপোর পদক টোকিওতে সোনা করার লক্ষ্যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ভারতীয় তাররকা শাটলার পিভি সিন্ধু। এর আগে প্রথম দুটি রাউন্ডে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছিলেন সিন্ধু। প্রি কোয়ার্টার ফাইনালেও অব্যাহত রইল সিন্ধু ঝড়। প্রতিপক্ষকে ফের স্ট্রেট সেটে হারিয়ে টোকিও ২০২০ অলিম্পিক্সেপ কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করে ফেললেন রিও অলিম্পিকের রূপো জয়ী শাটলার পিভি সিন্ধু। 

 

Latest Videos

আরও পড়ুনঃটোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল আর্জেন্টিনা

প্রি কোয়ার্টার ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ ছিল বিশ্বের ১২ নম্বর ব্যাডমিন্টন তারকা ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ড। টোকিও অলিম্পিকে ৬ নম্বর বাছাইয়ের মর্যাদা পাওয়া পিভি সিন্ধুর বিরুদ্ধে তেমন একটা লড়াই দিতে পারেননি তিনি। সিন্ধুর একের পর এক আক্রমণের কোনও জবাব ছিল না তার কাছে। প্রথম সেটের শুরপ থেকেই চেনা ছন্দে পাওয়া যায় ভারতীয় শাটলারকে। চাপে রাখেন ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডকে।  ২১-১৫ ব্য়বধানে জিতে প্রথম সেট নিজের নামে করেন পিভি সিন্ধু।

 

আরও পড়ুনঃ'কেন যে Break-up করলাম' - অলিম্পিকে পদক জিততেই প্রাক্তন প্রেমিকার হাহুতাশ, তুমুল Viral ভিডিও

আরও পড়ুনঃমুখ টিপে হাসছে মেয়েরা, ছেলেরা বলছে 'আহ' - কেন ভাইরাল হল অলিম্পিক স্কেটবোর্ডারের চোটের ভিডিও

দ্বিতীয় সেটে আরও বেশি আগ্রাসী মেজাজে পাওয়া যায় পিভি সিন্ধুকে। বিশ্বের ১২ নম্বর তারকাকে ২১-১৩ ব্যবধানে পরাজিত করেন তিনি। পরপর দুই সেট জিতে কোয়ার্টার ফাইনালে নিজের নাম পাকা করে ফেলেন সিন্ধু। ড্যানিশ তারকার বিরুদ্ধে বরাবরই রেকর্ড ভালো সিন্ধু। এর আগে মোট ৫ সাক্ষাতে ৪ বারই জয়ী হয়েছে তিনি। সিন্ধু দুরন্ত ফর্ম দেখে পদক জয়ের আশা আরও উজ্জ্বল হচ্ছে। স্বপ্ন দেখছে দেশবাসীও। তবে এবার অন্য কিছু নয়, সিন্ধুর টার্গেড গোল্ড।


Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
'তৃণমূল নেতারা দু-তিন বার বাড়ি পেলেও বারবার আমরা বঞ্চিত' ক্ষোভে ফুসছে মুর্শিদাবাদবাসী
'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের
আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো