চায়না ওপেনের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু-প্রনিথ, বিদায় সাইনার

  • চায়না ওপেনের দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু
  • গত মাসেই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন ভারতীয় শাটলার
  • চায়না ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় সাইনার
  • থাইল্যান্ডের প্রতিপক্ষের কাছে হার সাইনার

ভারতীয় ব্যাডমিন্টন দুই তারকা। গোপীস্যারের হাত ধরেই উঠে আসা দুজনের। প্রথমে সাইনা তারপর সিন্ধু। সাইনাকে নিয়ে যখন ভারতীয় ব্যাডমিন্টনে সবথেকে বেশি চর্চা তখন তৈরি হচ্ছিলেন সিন্ধু। কালেন নিয়মে এখন সাইনকে ভারতীয় ব্যাডমিন্টনের রাণীর আসন থেকে সরিয়ে সবার ওপরে পিভি। চায়না ওপেনের প্রথম দিনের ছবিটা যেন প্রতিকী।  প্রথম রাউন্ডের ম্যাচে যখন সকালে  হেরে টুর্নাম্নেট থেকেই ছিটকে যেতে হল সাইনাকে তখন বিশ্বচ্যাম্পিয়নের দাপট নিয়েই দ্বিতীয় রাউন্ডে পৌছে গেলেন  সিন্ধু। 

আরও পড়ুন - সিন্ধুকে বিয়ের প্রস্তাব ৭০ বছরের বৃদ্ধের, না হলে অপহরণ

Latest Videos

বুধবার ভারতীয় প্রতিনিধি হিসেবে সবার প্রথম মহিলাদের সিঙ্গেলসে নেমেছিলেন সাইনা নেহওয়াল। কিন্তু থাইল্যান্ডের বুসানানের সামনে দাঁড়াতেই পারলেন না তিনি। প্রথম গেমে ভারতীয় শাটলারকে কার্যত উড়িয়ে দিলেন থাইল্যান্ডের বুসানন, জিতলেন ২১-১০এ। দ্বিতীয় গেমে কিছুটা লড়াই করলেন সাইনা। কিন্তু ২১-১৭তে হারতে হল তাঁকে । স্ট্রেট গেমে হেরে প্রথম দিনই বিদায় নিতে হল সাইনা নেহওয়ালকে। বিশ্ব তালিকায় এখন সাইনা আট নম্বরে, কিন্তু তাঁকে হারতে হল বিশ্বের ১৮ নম্বর খেলোয়াড়ের কাছে। এই নিয়ে টানা দ্বিতীয় বার বুসানেনের কাছে হারতে হল ২০১২ অলিম্পিকে ব্রোঞ্জ পদক পাওয়া ব্যাডমিন্টন খেলোয়াড়কে। 

আরও পড়ুন - কাশ্মীরে ভারতীয় সেনার সাফল্য, একদিনে খুঁজে পাওয়া গেল বাক্সেটবল খেলোয়াড়কে

অন্যদিকে দুপরে কোর্টে নেমেছিলেন পিভি সিন্ধু। চায়নার মাটিতে চাইনিজ ,প্রতিপক্ষ তাঁর সামনে কোনও বাধা হয়ে দাঁড়াতে পারেননি। মাত্র ৩৪ মিনিটে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে পৌছে গেলে সিন্ধু। ২১-১৮, ২১-১২তে প্রথম রাউন্ডের ম্যাচ জিতলেন গত মাসেই বিশ্বখেতাব পাওয়া সিন্ধু।  রিও অলিম্পিকে রুপোর পদ পাওয়া শাটলার যেমন দ্বিতীয় রাউন্ডে পৌছে গেলেন তেমনই পুরুষদের সিঙ্গেলসেও দ্বিতীয় রাউন্ডে পোছে গেলেন বি সাই প্রনিথ। 

আরও পড়ুন - টোকিও অলিম্পিকে যাওয়া হচ্ছে না দীপা কর্মকারের, ইঙ্গিত দিলেন কোচ

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata