আজ উইম্বলডনে একে অপরের মুখোমুখি চার ভারতীয়, ম্য়াচ ঘিরে চড়ছে পারদ

  • আজ উইম্বলডনের মিক্সড ডবলস
  • ফের মাঠে নামছেন সানিয়া মির্জা
  • সঙ্গী অপর টেনিস তারকা রোহন বোপান্না
  • প্রতিপক্ষ অঙ্কিতা রাইনা ও রামকুমার রামনাথন
     

Sudip Paul | Published : Jul 2, 2021 8:42 AM IST

মা হওয়ার পর নিয়োছিলেন দীর্ঘ বিরতি। তারপর মাঠে ফিরেই চমক দিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিা মির্জা। বৃহস্পতিবার উইম্বলডন মহিলা ডবলসের প্রখম ম্যাচেই জয় পেয়েছেন সানিয়া মির্জা ও বিথ্যানি ম্যাটেন স্যান্ডস জুটি। আর আজ উইম্বলডনের মিক্সড ডবলসে ফের নামছেন সানিয়া মির্জা। এই ম্যাচের আলাদা তাৎপর্য রয়েছে ভারতীয় টেনিস প্রেমিদের কাছে। কারণ এই ম্যাচে একে অপরের বিপক্ষে লড়বেন চার ভারতীয় টেনিস তারকা।

Latest Videos

মিক্সড ডবলসের প্রথম রাউন্ডে সানিয়া মির্জার সঙ্গে জুটি বেঁধে মাঠে নামছেন রোহন বোপান্না। অপরদিকে তাদের প্রতিপক্ষ স্বদেশীয় দুই উঠতি টেনিস তারকা অঙ্কিতা রাইনা ও রামকুমার রামনাথন। চার ভারতীয়র লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন টেনিস প্রেমিরা। সোশ্যাল মিডিয়াতেও এই ম্যাচ ঘিরে শুরু হয়ে গিয়েছে হইচই। মিক্সড ডাবলসে দুই ভারতীয় দলের লড়াইকে ঘিরে চড়ছে উন্মাদনার পারদও। অলিম্পিককে পাখির চোখ করে এই ম্যাচে জিততে মরিয়া দুই দলই।

বৃহস্পতিবার উইমেন্স ডাবলসে খেলতে নেমেই দুরন্ত জয় পেয়েছছিলেন সানিয়া মির্জা। বিথ্যানি ম্যাটেন স্যান্ডসকে সঙ্গীকে করে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছিলেন জারি ক্রজিক ও অ্যালেক্সা গুয়ারাচি জুটিকে । খেলার ফল ছিল ৭-৫ ও ৬-৩। টোকিও অলিম্পিককে পাখির চোখ করেই উইম্বলডনে ভালো ফল করতে চান সানিয়া। এবার টোকিও অলিম্পিকে অংশ নিয়েই অন্যন্য নজির গড়বেন ৬ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সানিয়া মির্জা। ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে পরপর চারবার অলিম্পিকে অংশ নেবেন সানিয়া মির্জা।


Share this article
click me!

Latest Videos

নাচের অনুষ্ঠানের পারিশ্রমিক চাইতেই এ কী ঘটল ? অবশেষে এল পুলিশ
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
এবার খেল দেখাবে শুভেন্দু! 'বোন বলেছি, দায়িত্ব আমার' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | RG Kar
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati