সামাজিক নানা সমস্যার সমাধানে কীভাবে খেলাধুলোকে কাজে লাাগানো যেতে পারে, সামাজিক সমস্যার সমাধানে খেলাধুলোর অপরিহার্যতা, সকল স্তরের মানুষের জন্য খেলাধুলোর উপকারিতাকে কীভাবে বিস্তার করা যায়, এই সকল বিষয় নিয়েই নোবল জয়ী প্রফেসর মুহম্মদ ইউনুসের সঙ্গে খোলা মেলা আড্ডা দিলেন অলিম্পিক পদক জয়ী অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা ফাইন্ডেশনের উদ্যোগে অনলাইনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বয়ং অভিনব বিন্দ্রা। প্রধান অতিথি হিসেবে নোবলে জয়ী মুহম্মদ ইউনুস ছাড়াও উপস্থিত ছিলেন উদ্যোক্তা-শিল্পপতি, ক্রীড়া ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা।
আরও পড়ুনঃ আইএসএলে দল গঠনে ফের চমক, আশুতোষ মেহতাকে দলে নিল এটিকে মোহনবাগান
অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার নানা দিক তুলে ধরেন মুহম্মদ ইউনুস। তিনি বলেন,'খেলাধুলায় ব্যর্থতা সাফল্যের চেয়ে অনেক বেশি। তবে আমরা তাদের উল্লেখ করি না। শীর্ষ স্থানের ক্রীড়াবিদদের পেছনে এমন হাজার হাজার লোক রয়েছেন যারা যারা অকনিষ্ঠভাবে কাজ করে গিয়েছেন। কিন্তু তারা নিজেরা সফল হননি। এই সমস্ত লোকদের কী হবে? কেন তাদের সামাজিক উদ্যোক্তা বা সংস্কারক হতে সাহায্য করবেন না? নতুন গন্তব্যে যেতে হলে আমাদের নতুন রাস্তা তৈরি করতে হবে। এটি আমাদের কাজ, শুধু একটা শুরুর দরকার। ৩টি জিরো আমার জীবনের লক্ষ্য। জিরো বেকারত্ব, জিরো নেট কার্বন নির্গমন এবং জিরো দারিদ্র্য।'
আরও পড়ুনঃ'নায়ক-খলনায়ক' মোরাতা, টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ইউরো ২০২০ ফাইনালে ইতালি
আরও পড়ুনঃপাকুয়েতার গোলে সেমিতে পেরু বধ, কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল
এই অনুষ্ঠান প্রসঙ্গে বিন্দ্রা বলেন,'অধ্যাপক মুহম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা আমাদের খেলাধুলা থেকে প্রাপ্ত শিক্ষা নমনীয় সমাজের দিকে এগিয়ে যাওয়ার আমাদের প্রচেষ্টার সূচনা করে। এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে আমরা একটি মাসিক ওয়েবিনার সিরিজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আগস্ট থেকে শুরু হচ্ছে এটি। এবিএফটি দল বিশ্বব্যাপী বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে আলোচনার আয়োজন করবে। আশা এবং ইতিবাচকতা ছড়িয়ে দেওয়ার ক্ষুদ্র প্রয়াসে আমাদের সাথে যোগ দিন কারণ আমরা খেলাধুলা থেকে আসল শক্তি লাভ করি এবং অলিম্পিজমের তিনটি মূল মূল্যবোধকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি - এক্সিলেন্স, সম্মান এবং বন্ধুত্ব।'