সাডেন ডেথে নিউজিল্যান্ডের কাছে হেরে হকি বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত

Published : Jan 22, 2023, 09:10 PM ISTUpdated : Jan 22, 2023, 09:41 PM IST
hockey india

সংক্ষিপ্ত

হকি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। কিউয়িদের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখাল ভারতীয় দল।

হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যেতে হলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিততেই হত ভারতকে। সেই ম্যাচে উত্তেজক লড়াইয়ের পর নির্ধারিত সময়ের খেলার ফল থাকে ৩-৩। এরপর পেনাল্টি শ্যুটআউটে ভারতের হয়ে গোল করতে ব্যর্থ হন অভিষেক ও সামশের সিং। তবে ভারতের গোলকিপার পি আর শ্রীজেশ ২টি শট সেভ করে দেন। পেনাল্টি শ্যুটআউটও ৩-৩ গোলে শেষ হয়। এরপর সাডেন ডেথের প্রথম শটে গোল করতে ব্যর্থ হন নিউজিল্যান্ডের উডস। এরপর ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিংও গোল করতে ব্যর্থ হন। পরের শটে গোল করে এগিয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে গোল করে সমতা ফেরান রাজকুমার। পরের শট থেকে গোল করতে ব্যর্থ হয় নিউজিল্যান্ড। পরের শটে ভারতের সুখজিৎ সিংও গোল করতে পারেননি। এরপর গোল করে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তারপর গোল করতে ব্যর্থ হন সামশের। ফলে হেরে যায় ভারত। টানটান লড়াইয়ের পর ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড।

এবারের বিশ্বকাপে এর আগের ৩ ম্যাচে অপরাজিত ছিল ভারত। কিন্তু রক্ষণে যে গলদ রয়েছে, সেটা ওয়েলশের বিরুদ্ধেই বোঝা গিয়েছিল। কিউয়িদের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচেও একই ভুল করল ভারত। ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পরেও ২ গোল হজম করেন হরমনপ্রীত, অভিষেকরা। ফলে ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। সেখানেও খুব একটা বুদ্ধিমত্তা বা দক্ষতার পরিচয় দিতে পারল না ভারত। ফলে নিজেদের দেশে বিপুল জনসমর্থন সত্ত্বেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল ভারতীয় দলকে।

এদিন ম্যাচের শুরু থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছিল। ১৭ মিনিটে প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন ললিত কুমার উপাধ্যায়। এরপর ২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান সুখজিৎ। ২৮ মিনিটে নিউজিল্যান্ডের হয়ে গোল করে ব্যবধান কমান স্যাম লেন। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে তৃতীয় গোল করেন বরুণ কুমার। এরপর পেনাল্টি কর্নার থেকে পরপর ২ গোল করে ম্যাচে সমতা ফেরায় কিউয়িরা। ৪৩ মিনিটে প্রথমে ব্যবধান কমান কেন রাসেল। ৪৯ মিনিটে গোল করে সমতা ফেরান শন ফিন্ডলে। শেষদিকে ভারতীয় রক্ষণে ত্রাহি ত্রাহি রব উঠেছিল। অবস্থা এমন হয়েছিল, নির্ধারিত সময়েই ম্যাচ হেরে যেতে পারত ভারতীয় দল। তখন কোনওরকমে পরিস্থিতি সামাল দিতে পারলেও, পেনাল্টি শ্যুটআউটে আর পারল না ভারত।

আরও পড়ুন-

অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন সানিয়া মির্জা

ক্রীড়ামন্ত্রকের নির্দেশ, অযোধ্যায় কুস্তি ফেডারেশনের জরুরি বৈঠক বাতিল

ভারতীয় ক্রিকেটে আরও এক তারকার উত্থান, ২০৮ রানের বিক্রমে শুবমান-এ মোহিত ক্রিকেট দুনিয়া

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত