ক্রীড়ামন্ত্রকের নির্দেশ, অযোধ্যায় কুস্তি ফেডারেশনের জরুরি বৈঠক বাতিল

জাতীয় কুস্তি ফেডারেশন নিয়ে ডামাডোল অব্যাহত। ক্রীড়ামন্ত্রক ও অলিম্পিক সংস্থা কুস্তি ফেডারেশনের কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। বেনিয়ম রোখার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ক্রীড়ামন্ত্রকের নির্দেশে উত্তরপ্রদেশের অযোধ্যায় রবিবার হতে চলা জাতীয় কুস্তি ফেডারেশনের জরুরি বৈঠক বাতিল করে দেওয়া হল। ক্রীড়ামন্ত্রক আগেই নির্দেশ দিয়েছে, কুস্তি ফেডারেশনের বর্তমান কর্তারা দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করতে পারবেন না। এরপরেই রবিবারের বৈঠক বাতিল হয়ে গেল। এর আগে শনিবার উত্তরপ্রদেশের গোন্ডায় র‍্যাঙ্কিং টুর্নামেন্টও বাতিল করার নির্দেশ দেয় ক্রীড়ামন্ত্রক। জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং যাতে কোনও কাজেই হস্তক্ষেপ না করতে পারেন, সেটা নিশ্চিত করা হচ্ছে। ব্রিজভূষণের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কুস্তি ফেডারেশনের সহ-সচিব বিনোদ তোমরকেও শনিবার সন্ধেবেলা সাসপেন্ড করা হয়েছে। ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছিলেন তোমর। তিনি আরও দাবি করেন, গত ১২ বছরে কোনওদিন এরকম অভিযোগের কথা জানতে পারেননি। প্রতিবাদী কুস্তিগীররা কোনও প্রমাণ পেশ করতে পারেননি বলেও দাবি তোমরের। এরপরেই তাঁকে সাসপেন্ড করা হল। তোমরকে সাসপেন্ড করার মাধ্যমে ব্রিজভূষণের ডানা ছাঁটা হল বলে মনে করছেন অনেকে। কুস্তিগগীররা অবশ্য আরও কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করছেন।

ব্রিজভূষণের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের পাশাপাশি দুর্নীতির অভিযোগও রয়েছে। তিনি তোমরের মতো লোকজনকে নিয়ে কুস্তি ফেডারেশনে একটি অসাধু চক্র গড়ে তুলেছেন বলে অভিযোগ বজরঙ্গ পুনিয়া, ভিনেশ ফোগট, সাক্ষী মালিকের মতো দেশের সেরা কুস্তিগীরদের। তাঁরা ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কুস্তি ফেডারেশন ভেঙে দেওয়ার দাবিতেও অনড়। বর্তমান কুস্তি ফেডারেশন ভেঙে না দেওয়া পর্যন্ত তাঁরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগ দেবেন না বলে হুঁশিয়ারিও দিয়েছেন বজরঙ্গ।

Latest Videos

ব্রিজভূষণ অবশ্য নিজেকে নির্দোষ বলেই দাবি করছেন। তাঁর ছেলে প্রতীকও একই দাবি করেছেন। ক্রীড়ামন্ত্রক ব্রিজভূষণকে কুস্তি ফেডারেশনের দৈনন্দিন কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দিলেও, শনিবার নন্দিনী নগরে কুস্তি প্রতিযোগিতায় হাজির ছিলেন ব্রিজভূষণ। এরপরেই তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে ক্রীড়ামন্ত্রক।

শুক্রবারই ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেন, কুস্তিগীররা যে অভিযোগ করেছেন, তা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে। এরপর শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্রীড়ামন্ত্রী জানান, ‘কুস্তি ফেডারেশনকে জানিয়ে দেওয়া হয়েছে, অ্যাথলিটরা যে অভিযোগ দায়ের করেছেন, তার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটি গঠিত হওয়ার পর যতক্ষণ না কুস্তি ফেডারেশনের দৈনন্দিন কাজকর্মের ভার নিচ্ছে ততক্ষণ সব কাজকর্ম স্থগিত থাকবে।’

আরও পড়ুন-

নিষিদ্ধ স্টেরয়েড সেবনের দায়ে নির্বাসিত হচ্ছেন স্প্রিন্টার দ্যুতি চাঁদ

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন রাফায়েল নাদাল

বাঞ্জি জাম্পিং, ট্রেকিং, রিভার র‍্যাফটিং, দেশের এই রাজ্যগুলিতে ছুটছেন পর্যটকরা

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia