2025 World Athletics Championships: গত কয়েক বছরে অ্যাথলেটিক্স জগতে অন্যতম আলোচিত বিষয় হল নীরজ চোপড়া (Neeraj Chopra) ও আর্শাদ নাদিমের (Arshad Naadeem) লড়াই। এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তাঁদের লড়াই দেখা যাবে।

DID YOU
KNOW
?
নীরজ চোপড়ার সোনা
ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জেতেন নীরজ চোপড়া।

Neeraj Chopra Vs Arshad Nadeem: যে টোকিওতে (Olympic Games Tokyo 2020) পাকিস্তানের (Pakistan) অ্যাথলিট আর্শাদ নাদিমকে (Arshad Nadeem) হারিয়ে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra), সেখানেই আবার তাঁদের দেখা হচ্ছে। শনিবার টোকিওতে শুরু হচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (2025 World Athletics Championships)। জ্যাভলিন থ্রোয়ে (Javelin Throw) লড়াই মূলত নীরজ ও নাদিমের মধ্যে সীমাবদ্ধ থাকছে। গত বছর প্যারিস অলিম্পিক্সে (Olympic Games Paris 2024) সোনা জেতেন পাকিস্তানি অ্যাথলিট। রুপো পান নীরজ। বেঙ্গালুরুতে (Bengaluru) নীরজ চোপড়া ক্লাসিকে (Neeraj Chopra Classic) নাদিমকে আমন্ত্রণ জানালেও, দেশজুড়ে পাকিস্তান-বিরোধী মনোভাবের পরিপ্রেক্ষিতে সেই আমন্ত্রণ প্রত্যাহার করে নেন নীরজ। তিনি জানিয়ে দেন, নাদিম কোনওদিনই তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন না। তাঁদের সম্পর্ক শুধু খেলার মাঠে।

নীরজকে গুরুত্ব দিচ্ছেন না নাদিম!

টোকিওতে নীরজের সঙ্গে লড়াই প্রসঙ্গে নাদিম বলেছেন, 'আমার প্রতিদ্বন্দ্বিতা সবসময় আর্শাদ নাদিমের বিরুদ্ধে। আমার প্রতিদ্বন্দ্বিতা নিজের সঙ্গে। আমি ভালো জায়গায় আছি। টোকিওর প্রতিযোগিতার জন্য আমি ভালোভাবেই তৈরি।' পাকিস্তানের এই অ্যাথলিট বুঝিয়ে দিয়েছেন, তিনি নীরজকে গুরুত্ব দিচ্ছেন না। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) এবং ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) প্রভাবেই হয়তো এ কথা বলছেন নাদিম। প্যারিস অলিম্পিক্সের পর তাঁকে সন্ত্রাসবাদীদের সঙ্গে দেখা গিয়েছিল। ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) আক্রমণে জঙ্গিঘাঁটি ধ্বংস হয়ে যাওয়া এবং জঙ্গিদের নিহত হওয়ায় হয়তো ক্ষুব্ধ নাদিম। এই কারণেই তিনি এখন নীরজকেও শত্রু হিসেবে দেখছেন।

কবে নীরজ-নাদিমের লড়াই?

১৭ সেপ্টেম্বর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রো প্রতিযোগিতার কোয়ালিফাইং রাউন্ড। পরদিন ফাইনাল রাউন্ড। ফলে ১৮ সেপ্টেম্বর নাদিমের সঙ্গে নীরজের লড়াই হতে চলেছে। টোকিওতে ফের সোনা জিততে মরিয়া গতবারের বিশ্বচ্যাম্পিয়ন নীরজ। ৯০ মিটারের বেশি থ্রো করাই এই অ্যাথলিটের লক্ষ্য। নীরজ ও নাদিমের লড়াই ঘিরে উত্তেজনা বাড়ছে। এই লড়াই দুই দেশের সম্মানের বিষয় হয়ে গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।