
Neeraj Chopra vs Arshad Nadeem: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (2025 World Athletics Championships) কি পাকিস্তানের (Pakistan) অ্যাথলিট আর্শাদ নাদিমের (Arshad Nadeem) সঙ্গে করমর্দন করবেন নীরজ চোপড়া? (Neeraj Chopra) ক্রীড়ামহলে এখন এই আলোচনা শুরু হয়েছে। বুধবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রো (Javelin Throw) ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ড হতে চলেছে। তার আগে মঙ্গলবার গ্রুপবিন্যাস হয়ে গেল। নীরজ ও নাদিম দুই গ্রুপে জায়গা পেয়েছেন। গ্রুপ এ-তে জায়গা পেয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন নীরজ। তাঁর সঙ্গে একই গ্রুপে আছেন ডায়মন্ড লিগ (Diamond League) জয়ী জার্মানির (Germany) অ্যাথলিট জুলিয়ান ওয়েবার (Julian Weber), ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে (The London 2012 Summer Olympics) সোনাজয়ী কেশর্ন ওয়ালকট (Keshorn Walcott), চেক প্রজাতন্ত্রের (Czech Republic) অ্যাথলিট জাকুব ভ্যাডলেক (Jakub Vadlejch), ভারতীয় অ্যাথলিট সচিন যাদব (Sachin Yadav)। গ্রুপ বি-তে আছেন নাদিম, গ্রেনাদার (Grenada) দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স (Anderson Peters), ২০১৫ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া জুলিয়াস ইয়েগো (Julius Yego), ব্রাজিলের (Brazil) অ্যাথলিট লুইজ ডা সিলভা (Luiz da Silva), ভারতীয় অ্যাথলিট রোহিত যাদব (Rohit Yadav) ও যশবীর সিং (Yashvir Singh), শ্রীলঙ্কার তরুণ অ্যাথলিট রুমেশ থরঙ্গা পথিরাগে (Rumesh Tharanga Pathirage)।
বুধবার কোয়ালিফিকেশন রাউন্ড থেকে সরাসরি ফাইনালে পৌঁছনোর জন্য ৮৪.৫০ মিটার থ্রো করতে হবে। নীরজ ও নাদিম সহজেই তার চেয়ে বেশি দূরত্বে জ্যাভলিন পাঠিয়ে দিতে পারেন। ফলে তাঁরা দু'জনেই ফাইনালে পৌঁছে যাবেন বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার ফাইনালে মোট ১২ জন অ্যাথলিট পদকের লক্ষ্যে লড়াই করবেন। নীরজ ও নাদিম বাক্যবিনিময় করেন কি না বা করমর্দন করেন কি না, সেদিকে তাকিয়ে সারা ভারত ও পাকিস্তান।
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ইতিহাসে তৃতীয় অ্যাথলিট হিসেবে জ্যাভলিন থ্রো ইভেন্টে খেতাব ধরে রাখার লক্ষ্যে নীরজ। প্রথম অ্যাথলিট হিসেবে ১৯৯৩ সালের পর ১৯৯৫ সালেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতেন ইয়ান ইলেয়ন (Jan elezn)। অ্যান্ডারসন পিটার্স ২০১৯ সালের পর ২০২২ সালেও খেতাব জেতেন। এবার সেই নজির স্পর্শ করার লক্ষ্যে নীরজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।