Neeraj Chopra: আন্তর্জাতিক মঞ্চে ভারতের সফলতম অ্যাথলিট নীরজ চোপড়া একের পর এক নজির গড়ে চলেছেন। তিনি শুধু নিজের সাফল্যই নয়, ভারতে ক্রীড়া পরিকাঠামোর উন্নতির দিকেও নজর দিচ্ছেন। তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন নীরজ।

Neeraj Chopra Classic 2025: প্রবল বাতাসে এদিক-ওদিকে ছিটকে যাচ্ছে জ্যাভলিন (Javelin)। কোনও অ্যাথলিটই থ্রো নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। বেঙ্গালুরুর (Bengaluru) শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium) এই পরিবেশে আবহাওয়ার বিরুদ্ধে লড়াই করে জয় পেলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। শনিবার তাঁর কাছে ছিল সম্মানের লড়াই। তিনি নিজেই প্রথমবার টুর্নামেন্ট আয়োজন করেছিলেন। এই টুর্নামেন্টের নাম ছিল নীরজ চোপড়া ক্লাসিক (Neeraj Chopra Classic)। ৮৬.১৮ মিটার থ্রো করে জয় পেলেন নীরজ। আবহাওয়া বিরূপ হলেও, কান্তিরাভার গ্যালারি পূর্ণ ছিল। ক্রীড়াপ্রেমীরা নীরজের জয় দেখার আশায় ভিড় জমিয়েছিলেন। তাঁদের হতাশ করেননি নীরজ। তিনি প্রথমবার কোনও টুর্নামেন্টে প্রতিযোগী হওয়ার পাশাপাশি আয়োজকও ছিলেন। বিভিন্ন দেশ থেকে আসা অ্যাথলিটদের স্বাচ্ছন্দ্যের দিকে নজর রাখতে হচ্ছিল নীরজকে। এরই মধ্যে নিজের পারফরম্যান্স নিয়েও ভাবতে হচ্ছিল। প্রবল বাতাসের মধ্যেও নীরজ যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে খুশি তাঁর অনুরাগীরা।

নজর কাড়লেন শ্রীলঙ্কার প্রাক্তন ফাস্ট বোলার

নীরজ চোপড়া ক্লাসিকে যোগ দেন শ্রীলঙ্কার অ্যাথলিট রুমেশ থরঙ্গা পাথিরাগে (Rumesh Tharanga Pathirage)। তিনি একসময় ক্রিকেট খেলতেন। ফাস্ট বোলিং করতেন। এখন জ্যাভলিন থ্রোয়ে ফাস্ট বোলিংয়ের সেই দক্ষতা কাজে লাগছে। শনিবার বেঙ্গালুরুতে কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স দেখালেন রুমেশ। তাঁর সেরা থ্রো ছিল ৮৪.৩৪ মিটারের। শ্রীলঙ্কার এই অ্যাথলিট নীরজকে পিছনে ফেলে দিয়ে শীর্ষে চলে গিয়েছিলেন। তারপর অবশ্য তাঁকে ছাপিয়ে যান নীরজ

নিজের টুর্নামেন্ট জিতে খুশি নীরজ

নিজে টুর্নামেন্ট আয়োজন করে জেতার পর নীরজ বলেছেন, তিনি একজন অ্যাথলিট ও আয়োজক হিসেবে কিছুটা উদ্বেগে ছিলেন। তবে এই টুর্নামেন্ট যেভাবে শেষ হল, তাতে তিনি খুশি। তিনি প্রতি বছর এই টুর্নামেন্ট আয়োজন করতে চাইছেন। আগামী বছর থেকে শুধু জ্যাভলিন থ্রো (Javelin Throw) নয়, আরও ইভেন্ট যোগ করতে চান নীরজ। সারা বিশ্বের সেরা অ্যাথলিটদের নিয়ে আসাই নীরজের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।