জিমে দুর্ঘটনা, ঘাড়ে ২০৮ কেজি লোহা পড়ে মৃত্যু বলিবিল্ডার জাস্টিন ভিকির

শরীরচর্চা করলে অনেকেই স্বাস্থ্য ভালো হয়। সিক্স প্যাকস অ্যাব হয়। কিন্তু এই শরীরচর্চাই প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ইন্দোনেশিয়ার বালিতে এরকমই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে।

ইন্দোনেশিয়ার বালিতে জিমে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফিটনেস ইনফ্লুয়েন্সার জাস্টিন ভিকি। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর। বলিবিল্ডার হিসেবে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন ভিকি। সোশ্যাল মিডিয়াতেও প্রভাবশালী হয়ে উঠেছিলেন এই যুবক। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৩১,০০০। এই বডিবিল্ডারের অকাল মৃত্যুতে তাঁর অনুরাগীরা শোকাহত। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করছেন। একইসঙ্গে জিমে শরীরচর্চা করার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার কথাও বলছেন অনেকে। কারণ, একটু সতর্ক থাকলে হয়তো এই দুর্ঘটনা এড়াতে পারতেন ভিকি। তবে দুর্ঘটনার উপর তো কারও নিয়ন্ত্রণ থাকে না। ফলে অকালে ঝরে গেল প্রাণ।

গত শনিবার বালির প্যারাডাইস জিমে স্কোয়াট-প্রেস করার সময় দুর্ঘটনার শিকার হন পেশায় বডিবিল্ডার, পুষ্টি বিশেষজ্ঞ ও পার্সোনাল ট্রেনার ভিকি। তাঁর ঘাড়ের উপর পড়ে যায় ২০৮ কেজিরও বেশি ওজনের লোহার বার। ইন্দোনিশায় পূর্ব জাভার বাসিন্দা ভিকি সেই সময় পা যতটা সম্ভব প্রসারিত করার চেষ্টা করছিলেন। সেটা করতে গিয়েই দুর্ঘটনা ঘটে। ঘাড়ে লোহার বার পড়ে যাওয়ার পর ভিকির পক্ষে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হয়নি। তিনি জিমের মেঝেতে লুটিয়ে পড়েন। সেই সময় জিমে ভিকির একজন সঙ্গী ছিলেন। কিন্তু তাঁর পক্ষে কিছু করা সম্ভব হয়নি। তিনি অসহায়ের মতো ভিকিকে মেঝেতে পড়ে যেতে দেখেন। এই বডিবিল্ডার মেঝেতে পড়ে যাওয়ার পর তাঁর ঘাড়ে এসে পড়ে বারবেল। ফলে তাঁর মাথা মেঝেতে থেঁতলে যায়। তাঁর শরীর মেঝেতে ঘষটে যায়। 

Latest Videos

এই দুর্ঘটনার পরেই ভিকিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর ঘাড়ে মারাত্মক আঘাত লাগে। এছাড়া হৃদযন্ত্র ও ফুসফুসের সংযোগকারী স্নায়ুও ক্ষতিগ্রস্ত হয়। জরুরি অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। কিন্তু চিকিৎসকদের সবরকম চেষ্টা সত্ত্বেও ভিকির জীবন বাঁচানো সম্ভব হয়নি।

বালির বডিবিল্ডারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিলেন ভিকি। ফলে তাঁর মৃত্যুতে সবাই শোকাহত। দ্য প্যারাডাইস বালি জিমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘আমাদের প্রিয় জাস্টিন, আমাদের জীবনে তোমার প্রভাব যে ঠিক কতটা, সেটা বলে বোঝানো সম্ভব নয়। তুমি যে অসংখ্য মানুষের উপর প্রভাব বিস্তার করেছো, তাঁদের মধ্যে বেঁচে থাকবে। তুমি অসংখ্য মানুষের জীবন বদলে দিয়েছো, প্রতিটি মুহূর্তে ভালোবাসা ও আবেগ উপহার দিয়েছো।। তুমি সবসময় আমাদের হৃদয়ে থাকবে।’ ভিকির বন্ধুরাও তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করছেন।

আরও পড়ুন-

'মেয়েদের কাজ নয়,' ক্রীড়াক্ষেত্রে এই ধারণা ভুল প্রমাণ করে দিয়েছেন স্মিতা মানসী জেনা

৫ সেটের লড়াইয়ে দুরন্ত জয়, প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ

মাউন্ট এভারেস্টের 'ডেথ জোন' থেকে মালয়েশিয়ার পর্বতারোহীকে উদ্ধার শেরপার

Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল