'মেয়েদের কাজ নয়,' ক্রীড়াক্ষেত্রে এই ধারণা ভুল প্রমাণ করে দিয়েছেন স্মিতা মানসী জেনা

বিশ্বের বিভিন্ন দেশেই ক্রীড়াক্ষেত্রে সমস্যায় পড়তে হয় মেয়েদের। তবে সামাজিক বাধা অতিক্রম করেই এগিয়ে চলেছে মেয়েরা। ক্রীড়াক্ষেত্রে সাফল্যও পাচ্ছে মেয়েরা।

ওড়িশায় শারীরশিক্ষার শিক্ষিকা স্মিতা মনসী জেনা। তিনি একটি হাইস্কুলে পড়ান। পড়াশোনার পাশাপাশি ছাত্রীরা যাতে খেলার সঙ্গে যুক্ত হয়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্মিতা ও তাঁর সহকর্মীরা। স্মিতা যে স্কুলে পড়ান, সেই স্কুলের সঙ্গে যুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। অলিম্পিক ভ্যালুজ এডুকেশন প্রোগ্রামকে স্কুলের পাঠক্রমের মধ্যে যুক্ত করা হয়েছে। ২০২২ থেকে স্মিতা ও তাঁর সহকর্মীরা অলিম্পিক্সের ধাঁচে ছাত্রীদের তৈরি করছেন। আরও মেয়ে যাতে খেলার সঙ্গে যুক্ত হয় এবং খেলায় লিঙ্গসমতা আসে, সেটা নিশ্চিত করাই লক্ষ্য। স্মিতার মতোই বিশ্বের বিভিন্ন দেশে আরও অনেক মেয়েকে খেলার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে কাজ চলছে।

জেনিভায় রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে একটি চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। মঙ্গলবার এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। যে মহিলারা ক্রীড়াক্ষেত্রে প্রচলিত ধারণা ভেঙে দিয়েছেন, তাঁদেরই তুলে ধরা হয়েছে এই চিত্র প্রদর্শনীতে। ৫টি মহাদেশের ২৬টি দেশের ১৮টি খেলার সঙ্গে যুক্ত মহিলাদের নিয়ে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ভারত থেকে জায়গা পেয়েছেন স্মিতা। নেতিবাচক ধারণা দূর করে নতুন প্রজন্ম যাতে খেলার সঙ্গে যুক্ত হয়, এটা নিশ্চিত করাই লক্ষ্য। বিশ্ব ক্রীড়ার ৬টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। হাই-পারফরম্যান্স অ্যাথলিট, গ্রাসরুট স্পোর্টস, সংগঠন বৃদ্ধি, ক্রীড়া প্রশাসন, ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ও সম্প্রচার, ক্রীড়াবিজ্ঞান ও পড়াশোনা গুরুত্ব পাচ্ছে।

Latest Videos

খেলার মাধ্যমে বিশ্বজুড়ে লিঙ্গসমতা বৃদ্ধি করতে চাইছে রাষ্ট্রপুঞ্জ ও ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। সেই কারণেই বিশ্বজুড়ে ক্রীড়াক্ষেত্রে যাঁরা আদর্শ হয়ে উঠেছেন, সেই মহিলাদের ছবি তুলে ধরা হচ্ছে। মাঠে ও মাঠের বাইরে যে মহিলারা খেলার মাধ্যমে লিঙ্গসমতা বৃদ্ধির চেষ্টা করছেন, তাঁদের কুর্ণিশ জানানো হচ্ছে। অনেককিছুকেই বলা হয়, 'এটা মেয়েদের কাজ নয়।' তবে অনেক মহিলাই সামাজিক বাধা ভেঙে এগিয়ে চলেছেন। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত মহিলারা মহাকাশচারী, দমকল কর্মী, ইঞ্জিনিয়ারদের সঙ্গে একই সারিতে জায়গা করে নিচ্ছেন। মাঠে ও মাঠের বাইরে নিজেদের লক্ষ্যে সফল হচ্ছেন তাঁরা। অ্যাথলিট, কোচ, ক্রীড়া প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তি, বিভিন্ন সংগঠনের নেতা, সাংবাদিকরা সারা বিশ্বে আদর্শ হয়ে উঠেছেন।

চিত্র প্রদর্শনীতে জায়গা পেয়েছেন মার্কিন ববস্লেডার এলানা মেয়ার্স টেলর। তিনি অলিম্পিক্সে ৫টি পদক পেয়েছেন। উইন্টার অলিম্পিক্সের ইতিহাসে সফলতম কৃষ্ণাঙ্গ অ্যাথলিট এলানা। লাতিন আমেরিকার অন্যতম সেরা মহিলা রাগবি রেফারি আর্জেন্টিনার নেরিয়া লিভোনি, টোকিও অলিম্পিক্স আয়োজক কমিটির প্রেসিডেন্ট সিকো হাশিমোতো-সহ আরও অনেকে এই চিত্র প্রদর্শনীতে জায়গা পেয়েছেন।

আরও পড়ুন-

'মণিপুরকে বাঁচান,' প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি মীরাবাই চানুর

৬ সোনা-সহ ২৭ পদক, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানে ভারত

মাউন্ট এভারেস্টের 'ডেথ জোন' থেকে মালয়েশিয়ার পর্বতারোহীকে উদ্ধার শেরপার

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee