মাউন্ট এভারেস্টের 'ডেথ জোন' থেকে মালয়েশিয়ার পর্বতারোহীকে উদ্ধার শেরপার

অবিশ্বাস্য সাহসিকতা, উদার মানসিকতা ও শারীরিক সক্ষমতার পরিচয় দিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে পর্বতারোহীকে বাঁচালেন নেপালের এক শেরপা। গেলজে শেরপা মালয়েশিয়ার পর্বতারোহীকে পিঠে তুলে নিয়ে ৬ ঘণ্টা হেঁটে ক্যাম্পে পৌঁছন |

 

/ Updated: Jun 11 2023, 03:40 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অবিশ্বাস্য সাহসিকতা, উদার মানসিকতা ও শারীরিক সক্ষমতার পরিচয় দিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে পর্বতারোহীকে বাঁচালেন নেপালের এক শেরপা। মাউন্ট এভারেস্টে ২৬,২৪৭ ফুটের বেশি উচ্চতার অঞ্চলটি 'ডেথ জোন' হিসেবে পরিচিত। সেখানে অক্সিজেনের মাত্রা এতটাই কম, কেউ কৃত্রিম অক্সিজেন না নিয়ে বেশিক্ষণ থাকলে শরীরের কোষগুলি মরে যায়। সেখানেই দড়ি ধরে কোনওরকমে আটকেছিলেন মালয়েশিয়ার এক পর্বতারোহী। চিনের এক পর্বতারোহীর সঙ্গে সেখানে পৌঁছন গেলজে শেরপা। তিনি ওই পর্বতারোহীকে পিঠে তুলে নিয়ে ৬ ঘণ্টা হেঁটে ক্যাম্পে পৌঁছন। সেখানে ওই পর্বতারোহীর চিকিৎসা শুরু হয়। শেরপা উদ্ধার না করলে মালয়েশিয়ার ওই পর্বতারোহীর পক্ষে বেঁচে ফেরা সম্ভব হত না।