তিরন্দাজি বিশ্বকাপে ব্যক্তিগত বিভাগে সোনা অভিষেক ভার্মার, উচ্ছ্বসিত ক্রীড়ামহল

এশিয়ান গেমসের আগে বিভিন্ন ইভেন্টে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা। অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টনের পাশাপাশি তিরন্দাজিতেও ভালো ফল হচ্ছে।

কলম্বিয়ার মেডেলিনে অনুষ্ঠিত তিরন্দাজি বিশ্বকাপে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন অভিষেক ভার্মা। ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের জেমস লুৎজকে হারিয়ে দিয়েছেন অভিষেক। তাঁর পক্ষে ম্যাচের ফল ১৪৮-১৪৬। দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছেন ভারতীয় তিরন্দাজ। চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘তিরন্দাজি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলাম। পুরুষদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে সোনা জিতলাম। এ বছরের শেষদিকে মেক্সিকোয় বিশ্বকাপের চূড়ান্ত পর্ব হবে। আমি সেখানে লড়াই করার যোগ্যতা অর্জন করলাম। আমি খুব খুশি। আমরা পুরুষদের কম্পাউন্ড দলগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছি। যাঁরা আমাকে সমর্থন করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমার পরিবার, কোচ লোকেশ চাঁদ এবং স্পনসরদের কথা বিশেষ করে উল্লেখ করতেই হবে। জয় হিন্দ, জয় ভারত।’

৩৩ বছর বয়সি অভিষেক ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়নে অনুষ্ঠিত এশিয়ান গেমসে কম্পাউন্ড টিম বিভাগে সোনা জিতেছিলেন এবং ব্যক্তিগত বিভাগে রুপো পেয়েছিলেন। এছাড়া আরও অনেক প্রতিযোগিতাতেই সাফল্য পেয়েছেন অভিষেক। তিরন্দাজি বিশ্বকাপে একাধিকবার সোনা জিতেছেন তিনি। এবার তিরন্দাজি বিশ্বকাপের প্রথম ২ পর্বে যোগ দিতে পারেননি অভিষেক। তৃতীয় পর্বে প্রত্যাবর্তন ঘটিয়ে সোনা জিতে নিলেন এই তিরন্দাজ। এবারের তিরন্দাজি বিশ্বকাপে অষ্টম বাছাই হিসেবে যোগ দেন অভিষেক। শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখান তিনি। সেমি ফাইনালে ওঠার পথে বিশ্বের ১ নম্বর নেদারল্যান্ডসের তিরন্দাজ মাইক শ্লোসারকে হারিয়ে দেন অভিষেক। এই লড়াই অত্যন্ত উত্তেজক হয়ে উঠেছিল। ২ তিরন্দাজই ১৪৮ পয়েন্ট পান। এরপর শ্যুট-অফে জয় ছিনিয়ে নেন অভিষেক। এরপর সেমি-ফাইনালে ব্রাজিলের লুকাস অ্যাবরিউকে হারিয়ে দেন তিনি। ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সোনা জিতলেন এই তিরন্দাজ।

Latest Videos

এই নিয়ে তিরন্দাজি বিশ্বকাপে তৃতীয়বার সোনা জিতলেন অভিষেক। ২০১৫ সালে পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে তিনি প্রথমবার সোনা জেতেন। এরপর ২০২১ সালে প্যারিসেও তিনি সোনা জেতেন। বিশ্বকাপে ৩ বার সোনা জেতার পাশাপাশি ব্যক্তিগত বিভাগে ২ বার রুপো এবং ১ বার ব্রোঞ্জও পেয়েছেন অভিষেক। এবারের তিরন্দাজি বিশ্বকাপে ভারতীয় দল এখনও পর্যন্ত ১টি সোনা এবং ৩টি ব্রোঞ্জ পেয়েছে। রবিবার রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতার সুযোগ রয়েছে। ফ্রান্স ও নেদারল্যান্ডসকে ৬-০ উড়িয়ে সেমি-ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল। কিন্তু সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে ৩-৫ ফলে হেরে যায় ভারতীয় দল। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে ভারতের সামনে চিনা তাইপেই।

আরও পড়ুন-

শেরপার সাহায্য ছাড়াই রিও পারজিল জয়, ইতিহাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর্বতারোহী দল

ছিটকে গিয়েছেন হিমা, চোট নীরজের, এশিয়ান গেমসে কেমন ফল হতে পারে ভারতের?

PV Sindhu: র‍্যাকেটের বদলে হাতে স্টিয়ারিং, কে এফ ১ কার্টিং সার্কিটে পিভি সিন্ধু

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News