সংক্ষিপ্ত
অলিম্পিক্স হোক বা এশিয়ান গেমসে, গত কয়েক বছরে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স বেশ ভালো। এবারের এশিয়ান গেমসেও ভালো ফলের আশায় ভারত। তৈরি হচ্ছেন নিখাত জারিন, অতনু দাসরা।
এবারের এশিয়ান গেমস হচ্ছে চিনের হাংঝাউয়ে। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত হবে গেমস। ২০২২-এ হওয়ার কথা ছিল এশিয়ান গেমস। কিন্তু করোনা অতিমারীর কারণে এক বছর পিছিয়ে গিয়েছে গেমস। এবারের এশিয়ান গেমসে থাকছে ৪০টি খেলা। ভারতীয় অ্যাথলিটরা প্রায় সব ইভেন্টেই যোগ দিচ্ছেন। ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় গত এশিয়ান গেমসে ৩৬টি খেলায় যোগ দিয়েছিলেন ভারতীয়রা। সেবারের গেমসে ভারতীয় দলে ছিলেন ৫৭০ জন। এটাই এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারতের সবচেয়ে বড় দল। তবে হাংঝাউয়ে আরও বড় দল পাঠাতে পারে ভারত। পদক সংখ্যাও বাড়বে বলে আশায় ক্রীড়ামহল। গত এক দশকে অলিম্পিক্স, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসে ভারতের ফল ভালো হয়েছে। এই কারণেই এবারের এশিয়ান গেমসে দুর্দান্ত ফলের আশায় দেশ। যদিও হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য অ্যাথলিট হিমা দাসের ছিটকে যাওয়া ভারতের পক্ষে ধাক্কা। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়ারও চোট রয়েছে। তবে ফিট হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন নীরজ।
এবারের এশিয়ান গেমসে অ্যাথলেটিক্স ছাড়াও তিরন্দাজি, ব্যাডমিন্টন, বক্সিং, ব্রিজ, পুরুষ ও মহিলাদের হকি, কুস্তিতে পদকের আশায় ভারত। তিরন্দাজদের মধ্যে এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করেছেন ধীরজ বোম্মাদেবারা, অতনু দাস, তরুণদীপ রাই, নীরজ চৌহান, ভজন কউর, অদিতি জয়সোয়াল, অঙ্কিতা ভকত, সিমরণজিৎ কউর, প্রথমেশ জওকর, রজত চৌহান, ওজাস দেওতালে, ঋষভ যাদব, অবনীত কউর, জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী ও সাক্ষী চৌধুরী।
শাটলারদের মধ্যে এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করেছেন এইচ এস প্রণয়, কিদম্বী শ্রীকান্ত, লক্ষ্য সেন, মিঠুন মঞ্জুনাথ, সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি, চিরাগ শেট্টি, ধ্রুব কপিলা, এম আর অর্জুন, পিভি সিন্ধু, অস্মিতা চালিহা, অনুপমা উপাধ্যায়, মালবিকা বাঁশোড, গায়ত্রী গোপীচাঁদ, তৃষা জলি, অশ্বিনী পোনাপ্পা, তানিশা ক্রাস্টো, রোহন কাপুর, এন সিক্কি রেড্ডি ও সাই প্রতীক কে।
বক্সারদের মধ্যে এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করেছন নিখাত জারিন, মণীষা মৌন, জেসমিন লাম্বোরিয়া, লভলিনা বর্গোহাইন ও সয়েতি বুরা। সাঁতারে ভারতের একমাত্র প্রতিনিধি আরিয়ান নেহরা। তিনি ৮০০ মিটার ফ্রিস্টাইলে লড়াই করবেন। গলফে অনির্বাণ লাহিড়ী, অদিতি অশোক, শুভঙ্কর শর্মা, এসএসপি চৌরাসিয়া, খালিন জোশী, অবনী প্রশান্ত ও প্রবণী উরস এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করেছেন। কুস্তির ট্রায়াল এখনও হয়নি। ১৫ জুলাইয়ের আগেই সব ক্রীড়া সংস্থাকে ট্রায়াল শেষ করতে হবে।
আরও পড়ুন-
ব্রিজভূষণের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে এফআইআর বাতিল করছে দিল্লি পুলিশ
হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য এশিয়ান গেমসে যোগ দিতে পারবেন না হিমা দাস
PV Sindhu: র্যাকেটের বদলে হাতে স্টিয়ারিং, কে এফ ১ কার্টিং সার্কিটে পিভি সিন্ধু