
Jyothi Surekha Vennam: ভারতের প্রথম মহিলা কম্পাউন্ড তিরন্দাজ (Indian woman compound archer) হিসেবে তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে (Archery World Cup Final 2025) ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন জ্যোতি সুরেখা ভেন্নাম। তিনি নিখুঁত পারফরম্যান্স দেখিয়ে দেশকে পদক এনে দিলেন। এশিয়ান গেমসে (Asian Games) সোনা জেতার পর জ্যোতির আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। এবার বিশ্বকাপে সেই আত্মবিশ্বাস কাজে লাগল। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে বিশ্বের দু'নম্বর গ্রেট ব্রিটেনের (Great Britain) এলা গিবসনকে (Ella Gibson) টেক্কা দিলেন জ্যোতি। তিনি ১৫ বারই ১০ পয়েন্ট করে নিয়ে ১৫০ স্কোর করেন। গিবসন নিখুঁত পারফরম্যান্স দেখাতে পারেননি। তিনি ১৪৫ স্কোরে আটকে যান। এর ফলে বিশ্বকাপে প্রথমবার সোনা পেলেন জ্যোতি। দীপাবলির ঠিক আগে তাঁর এই সাফল্যে সারা দেশ উচ্ছ্বসিত।
তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে এর আগেও দু'বার যোগ্যতা অর্জন করেন জ্যোতি। কিন্তু তিনি সাফল্য পাননি। এবার দুর্দান্ত লড়াই করে সাফল্য পেলেন। কোয়ার্টার-ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) অ্যালেক্সিস রুইজকে (Alexis Ruiz) ১৪৩-১৪০ ফলে হারিয়ে দেন জ্যোতি। এরপর সেমি-ফাইনালে তিনি দুর্দান্ত লড়াই করার পরেও বিশ্বের এক নম্বর মেক্সিকোর (Mexico) আন্দ্রিয়া বেকেরার (Andrea Becerra) কাছে হেরে যান। লড়াইয়ের ফল হয় ১৪৫-১৪৩। মাত্র দু'পয়েন্টের জন্য হেরে যান জ্যোতি। তবে সামান্য ভুলের জন্য ফাইনালে ওঠার সুযোগ হারালেও, ব্রোঞ্জ জয়ের ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সোনা জয় নিশ্চিত করলেন এই ভারতীয় তিরন্দাজ।
তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে মহিলাদের কম্পাউন্ড ইভেন্টে জ্যোতির পাশাপাশি যোগ্যতা অর্জন করেন মধুরা ধমনগাঁওকর (Madhura Dhamangaonkar)। কিন্তু তিনি ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। প্রথম রাউন্ডেই হেরে ছিটকে যান মধুরা। তিনি মেক্সিকোর তিরন্দাজ মারিয়ানা বেরনালের (Mariana Bernal) বিরুদ্ধে লড়াই করেও ১৪২-১৪৫ ফলে হেরে যান। পুরুষদের কম্পাউন্ড ইভেন্টে ভারতের একমাত্র পুরুষ প্রতিযোগী ঋষভ যাদব (Rishabh Yadav) প্রথম রাউন্ডে দক্ষিণ কোরিয়ার (South Korea) কিম জঙ্গোর (Kim Jongho) মুখোমুখি হবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।