World Archery Championship 2025: বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক সাফল্য পেল ভারতের পুরুষদের কম্পাউন্ড দল। একইসঙ্গে মিক্সড টিম ইভেন্টেও সাফল্য পেল ভারত।

DID YOU
KNOW
?
ভারতের প্রথম সাফল্য
বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবার সোনা জিতল ভারতের পুরুষদের কম্পাউন্ড তিরন্দাজি দল।

Indian Archery Team: বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে পুরুষদের কম্পাউন্ড ইভেন্টে (Indian compound men’s team) প্রথমবার সোনা জিতল ভারত। রবিবার দক্ষিণ কোরিয়ার (South Korea) গোয়াংজুতে (Gwangju) ভারতের পুরুষ কম্পাউন্ড দলের খেলোয়াড়রা মাথা ঠান্ডা রেখে ফ্রান্সকে (France) হারিয়ে সোনা জিতল। শুরুতে পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়ে ২৩৫-২৩৩ ফলে জয় ছিনিয়ে নিল ভারত। এই ঐতিহাসিক সাফল্য এনে দিলেন ঋষভ যাদব (Rishabh Yadav), আমন সাইনি (Aman Saini) ও প্রথমেশ ফুগে (Prathamesh Fuge)। প্রথম রাউন্ডে ৫৭-৫৯ হেরে যায় ভারত। এরপরেই প্রত্যাবর্তন ঘটায় ভারতীয় দল। দ্বিতীয় রাউন্ডে ৬০-৫৮ জয় পায় ভারত। তৃতীয় রাউন্ডের ফল হয় ৫৯-৫৯। এরপর নির্ণায়ক চতুর্থ রাউন্ডে দুর্দান্ত লড়াই করে ৫৯-৫৭ জয় পেয়ে সোনা জেতে ভারত।

জোড়া সাফল্য ঋষভের

পুরুষদের তিরন্দাজির দলগত কম্পাউন্ড ইভেন্টে সোনা জেতার আগে মিক্সড টিম ইভেন্টে (Indian mixed archery team) ভি জ্যোতি সুরেখার (V. Jyothi Surekha) সঙ্গে জুটি বেঁধে রুপো পান ঋষভ। ফাইনালে নেদারল্যান্ডসের (Netherlands) বিরুদ্ধে এগিয়ে গিয়েও হেরে যান ঋষভ-জ্যোতি। তাঁদের বিপক্ষে ম্যাচের ফল ১৫৫-১৫৭। প্রথম রাউন্ডে ৩৯-৩৮ ফলে জয় পান ঋষভ-জ্যোতি। তাঁরা দ্বিতীয় রাউন্ডে ৩৭-৩৯ ফলে হেরে যান। তৃতীয় রাউন্ডের ফল হয় ৪০-৪০। এরপর নির্ণায়ক চতুর্থ রাউন্ডে অসাধারণ লড়াই করেও ৩৯-৪০ ফলে হেরে যায় ভারতীয় জুটি। সোনা জিতল ডাচ জুটি স্যানে ডে লাট (Sanne de Laat) ও মাইক শ্লোসার (Mike Schloesser)।

ধারাবাহিক সাফল্য ঋষভের

চলতি বছরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য পাচ্ছেন ঋষভ। বিশ্বকাপে জোড়া সোনা জিতেছেন ২৩ বছর বয়সি এই খেলোয়াড়। বিশ্ব গেমসে ব্রোঞ্জ জেতেন তিনি। এরপর বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া পদক জিতলেন এই তরুণ খেলোয়াড়। অভিষেক ভার্মার (Abhishek Verma) মেন্টরশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ঋষভ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে মিক্সড টিম ইভেন্টের ফাইনালে হেরে যাওয়ার পরেও হতাশ না হয়ে পুরুষদের দলগত ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়লেন ঋষভ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।