কমনওয়েলথ গেমস ২০৩০: দায়িত্ব পাচ্ছে আমেদাবাদ, ২০ বছর পর ভারতে ফিরছে প্রতিযোগিতা

Published : Oct 15, 2025, 09:36 PM ISTUpdated : Oct 15, 2025, 10:03 PM IST
Commonwealth Games 2030 india ahmedabad gujarat news bid in london

সংক্ষিপ্ত

2030 Commonwealth Games: ২০১০ সালে দিল্লিতে হয়েছিল কমনওয়েলথ গেমস। ২০ বছর পর আমেদাবাদে হতে চলেছে কমনওয়েলথ গেমস। ভারত এই দায়িত্ব পাওয়ায় ক্রীড়ামহলে খুশির ছোঁয়া। গেমস আয়োজনের প্রস্তুতি শুরু করে দিচ্ছে ভারত।

DID YOU KNOW ?
ভারতে কমনওয়েলথ গেমস
২০৩০ সালে ভারতে দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস হতে চলেছে। এরপর ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের দাবি জানাতে চলেছে ভারত।

2030 Commonwealth Games Ahmedabad: ২০৩০ সালে শতবর্ষের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেতে চলেছে আমেদাবাদ। এগজিকিউটিভ বোর্ড অফ কমনওয়েলথ স্পোর্ট (Executive Board of Commonwealth Sport) ২০৩০ সালের গেমসের আয়োজক শহর হিসেবে আমেদাবাদের নাম সুপারিশ করেছে। কানাডার (Canada) অন্টারিওতে (Ontario) প্রথমবার কমনওয়েলথ গেমস আয়োজন করা হয়েছিল। ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের ১০০ বছর হতে চলেছে। ফলে এই গেমস অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে। ২৬ নভেম্বর স্কটল্যান্ডের (Scotland) গ্লাসগোয় (Glasgow) কমনওয়েলথ স্পোর্ট জেনারেল অ্যাসেম্বলিতে (Commonwealth Sport General Assembly) আমেদাবাদকে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেদিনই কমনওয়েলথ স্পোর্টসের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে স্বীকৃতি পেতে পারে আমেদাবাদ। ২০১০ সালে প্রথম ভারতীয় শহর হিসেবে নয়াদিল্লিতে (New Delhi) কমনওয়েলথ গেমস আয়োজন করা হয়েছিল। এবার ভারতের দ্বিতীয় শহর হিসেবে আমেদাবাদে কমনওয়েলথ গেমস হতে চলেছে। নাইজেরিয়াও (Nigeria) ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পাওয়ার দাবি জানিয়েছিল। তবে আমেদাবাদেই হতে চলেছে এই গেমস। ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের দাবিও (Bids for the 2036 Summer Olympics) জানাচ্ছে ভারত। ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেলে তারপর অলিম্পিক্স আয়োজনের দায়িত্বও পেতে পারে ভারত।

আবুজাকে টেক্কা আমেদাবাদের

২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের ক্ষেত্রে আমেদাবাদের প্রতিপক্ষ হিসেবে ছিল নাইজেরিয়ার শহর আবুজা (Abuja)। আফ্রিকায় কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব দেওয়া হবে বলে আশা করছিল নাইজেরিয়া। কিন্তু কমনওয়েলথ স্পোর্ট ইভ্যালুয়েশন কমিটি সবদিক খতিয়ে দেখে আমেদাবাদের নামই সুপারিশ করেছে। পরিকাঠামো, প্রযুক্তিগত সুযোগ-সুবিধা, অ্যাথলিটদের অভিজ্ঞতা, ব্যবস্থাপনা ও কমনওয়েলথ স্পোর্টের নীতির সঙ্গে সাযুজ্য বিবেচনা করেই আমেদাবাদকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আবুজা যে প্রস্তাবনা জমা দিয়েছিল, তার চেয়ে আমেদাবাদের প্রস্তাবনা আকর্ষণীয়। এই কারণেই ভারতে ২০ বছর পর ফিরছে কমনওয়েলথ গেমস

পরিকাঠামো উন্নতির লক্ষ্যে আমেদাবাদ

আমেদাবাদে কমনওয়েলথ গেমস হলে ৭২ দেশের অ্যাথলিটরা যোগ দিতে আসবেন। বিভিন্ন দেশ থেকে সাংবাদিক, দর্শকরাও আসবেন। এর ফলে আমেদাবাদের পরিকাঠামোর উন্নতি হতে চলেছে। বিপুল কর্মসংস্থানও তৈরি হতে চলেছে। পর্যটনেরও উন্নতি হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে পেশাদার ব্যক্তিরাও কাজের সুযোগ পেতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১০
২০১০ সালে নয়াদিল্লিতে কমনওয়েলথ গেমস আয়োজন করা হয়েছিল।
প্রথম ভারতীয় শহর হিসেবে ২০১০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল নয়াদিল্লি।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?