
2030 Commonwealth Games Ahmedabad: ২০৩০ সালে শতবর্ষের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেতে চলেছে আমেদাবাদ। এগজিকিউটিভ বোর্ড অফ কমনওয়েলথ স্পোর্ট (Executive Board of Commonwealth Sport) ২০৩০ সালের গেমসের আয়োজক শহর হিসেবে আমেদাবাদের নাম সুপারিশ করেছে। কানাডার (Canada) অন্টারিওতে (Ontario) প্রথমবার কমনওয়েলথ গেমস আয়োজন করা হয়েছিল। ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের ১০০ বছর হতে চলেছে। ফলে এই গেমস অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে। ২৬ নভেম্বর স্কটল্যান্ডের (Scotland) গ্লাসগোয় (Glasgow) কমনওয়েলথ স্পোর্ট জেনারেল অ্যাসেম্বলিতে (Commonwealth Sport General Assembly) আমেদাবাদকে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেদিনই কমনওয়েলথ স্পোর্টসের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে স্বীকৃতি পেতে পারে আমেদাবাদ। ২০১০ সালে প্রথম ভারতীয় শহর হিসেবে নয়াদিল্লিতে (New Delhi) কমনওয়েলথ গেমস আয়োজন করা হয়েছিল। এবার ভারতের দ্বিতীয় শহর হিসেবে আমেদাবাদে কমনওয়েলথ গেমস হতে চলেছে। নাইজেরিয়াও (Nigeria) ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পাওয়ার দাবি জানিয়েছিল। তবে আমেদাবাদেই হতে চলেছে এই গেমস। ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের দাবিও (Bids for the 2036 Summer Olympics) জানাচ্ছে ভারত। ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেলে তারপর অলিম্পিক্স আয়োজনের দায়িত্বও পেতে পারে ভারত।
২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের ক্ষেত্রে আমেদাবাদের প্রতিপক্ষ হিসেবে ছিল নাইজেরিয়ার শহর আবুজা (Abuja)। আফ্রিকায় কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব দেওয়া হবে বলে আশা করছিল নাইজেরিয়া। কিন্তু কমনওয়েলথ স্পোর্ট ইভ্যালুয়েশন কমিটি সবদিক খতিয়ে দেখে আমেদাবাদের নামই সুপারিশ করেছে। পরিকাঠামো, প্রযুক্তিগত সুযোগ-সুবিধা, অ্যাথলিটদের অভিজ্ঞতা, ব্যবস্থাপনা ও কমনওয়েলথ স্পোর্টের নীতির সঙ্গে সাযুজ্য বিবেচনা করেই আমেদাবাদকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আবুজা যে প্রস্তাবনা জমা দিয়েছিল, তার চেয়ে আমেদাবাদের প্রস্তাবনা আকর্ষণীয়। এই কারণেই ভারতে ২০ বছর পর ফিরছে কমনওয়েলথ গেমস।
আমেদাবাদে কমনওয়েলথ গেমস হলে ৭২ দেশের অ্যাথলিটরা যোগ দিতে আসবেন। বিভিন্ন দেশ থেকে সাংবাদিক, দর্শকরাও আসবেন। এর ফলে আমেদাবাদের পরিকাঠামোর উন্নতি হতে চলেছে। বিপুল কর্মসংস্থানও তৈরি হতে চলেছে। পর্যটনেরও উন্নতি হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে পেশাদার ব্যক্তিরাও কাজের সুযোগ পেতে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।