এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে মালয়েশিয়াকে ৫-০ উড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

এশিয়ান গেমসের আগে ভালো ফর্মে ভারতীয় হকি দল। চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন হরমনপ্রীত সিং, পি আর শ্রীজেশরা।

টোকিও অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ পায় ভারত। আগামী বছর প্যারিস অলিম্পিক্সেও পদকের আশাতেই যাবে ভারতীয় দল। তার আগে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়াই পি আর শ্রীজেশ, হরমনপ্রীত সিংদের লক্ষ্য। দেশের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে এশিয়ান গেমসের প্রস্তুতি সেরে নিচ্ছে ভারতীয় দল। এই টুর্নামেন্টে ভালোভাবেই এগিয়ে চলেছে ভারত। রবিবার মালয়েশিয়াকে ৫-০ উড়িয়ে দিল ভারত। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল ভারত। ৩ ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ৭। দ্বিতীয় স্থানে থাকা মালয়েশিয়া ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছে। ৩ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে পাকিস্তান। বুধবার চতুর্থ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। পাকিস্তান যতই পয়েন্টের বিচারে পিছিয়ে থাকুক না কেন, ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা সবসময়ই থাকে। তাছাড়া পাকিস্তানকে হাল্কাভাবে নিচ্ছেও না ভারত। ভালোভাবে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান মজবুত করাই ভারতীয় দলের লক্ষ্য থাকবে।

রবিবার মালয়েশিয়ার বিরুদ্ধে পূর্ণ আধিপত্য নিয়ে খেলল ভারত। গোল করলেন কার্তি সেলভম, হার্দিক সিং, হরমনপ্রীত সিং, গুর্জন্ত সিং ও যুগরাজ সিং। ১৫ মিনিটে প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন কার্তি। এরপর ৩২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান হার্দিক। ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোল করেন হরমনপ্রীত। ৫৩ মিনিটে চতুর্থ গোল করেন গুর্জন্ত। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে পঞ্চম গোল করেন যুগরাজ।

Latest Videos

গত ম্যাচে জাপানের সঙ্গে ১-১ ড্র করেছিল ভারত। সেই ম্যাচে প্রচুর সুযোগ নষ্ট হয়েছিল। বিশেষ করে পেনাল্টি কর্নার থেকে গোল করার ক্ষেত্রে ব্যর্থতা প্রকট হয়ে গিয়েছিল। রবিবার অবশ্য আর সেই ভুল করেনি ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক খেলার মাধ্যমে মালয়েশিয়াকে কোণঠাসা করে দেয় ভারত। শুরুতেই কার্তি গোল করায় ভারতকে আর সমস্যায় পড়তে হয়নি। এদিন আক্রমণের পাশাপাশি ভারতের রক্ষণও দুর্দান্ত পারফরম্যান্স দেখায়। মালয়েশিয়ার খেলোয়াড়দের পক্ষে ভারতের রক্ষণ ভেদ করা সম্ভব হয়নি। ভারতের গোলকিপার শ্রীজেশও অসাধারণ পারফরম্যান্স দেখান। তিনি একাধিকবার নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। 

জাপানের বিরুদ্ধে ড্র করার পর ভারতীয় দলের মনোবল ধাক্কা খেয়েছিল। মালয়েশিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় সেই মনোবল ফিরিয়ে দিল। ফলে পাকিস্তানের বিরুদ্ধে আত্মবিশ্বাসী হয়েই খেলতে নামবে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে জয় পেলে আর পিছনে ফিরে তাকাতে হবে না।

আরও পড়ুন-

বয়স মাত্র ১৭, বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত সোনা অদিতির

ভারতের সর্বকালের অন্যতম সেরা হকি তারকা, অবসরের পর অ্যাকাডেমি নিয়ে ব্যস্ত ধনরাজ পিল্লাই

PV Sindhu: র‍্যাকেটের বদলে হাতে স্টিয়ারিং, কে এফ ১ কার্টিং সার্কিটে পিভি সিন্ধু

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam