ইরানের বিরুদ্ধে সহজ জয়, ফের এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ জিতল ভারতীয় দল

গত কয়েক দশক ধরেই আন্তর্জাতিক স্তরে ভারতীয় কবাডি দলের দাপট দেখা যাচ্ছে। এশিয়া স্তরে কবাডিতে ভারতের মতো সাফল্য অন্য কোনও দেশের নেই। এবারও চ্যাম্পিয়ন হল ভারতই।

এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপে ফের চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। শুক্রবার ফাইনালে ইরানকে সহজেই হারিয়ে দিলেন পবন সেহরাওয়াত, আসলাম ইনামদাররা। ইরানের বিরুদ্ধে ভারতের ফল ৪২-৩২। এই নিয়ে ৯ বার হল এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ। তার মধ্যে ৮ বারই চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। এবারের প্রতিযোগিতা হয় দক্ষিণ কোরিয়ার বুসানের ডং-ইউই ইনস্টিটিউট অফ টেকনলজি সিওকড্যাং কালচারাল সেন্টারে। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। শুক্রবার ফাইনালে অসাধারণ লড়াই করলেন ভারতের অধিনায়ক পবন। তিনি দলকে ১০ পয়েন্ট এনে দেন। ফলে ভারতের চ্যাম্পিয়ন হওয়া সহজ হল। পবনের পাশাপাশি ভারতের হয়ে ভালো পারফরম্যান্স দেখালেন আসলামও। 

এদিন ম্যাচ শুরু হওয়ার ৫ মিনিটের মধ্যেই অবশ্য পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। সেই সময় ইরানেরই দাপট দেখা যাচ্ছিল। কিন্তু ১০ মিনিট যেতে না যেতেই ম্যাচে ফেরে ভারতীয় দল। রক্ষণে অসাধারণ পারফরম্যান্স দেখানোর পাশাপাশি সফল রেইড করেন পবন ও আসলাম। ফলে অলআউট হয়ে যায় ইরান। এরপর আর ইরানের পক্ষে ভারতীয় দলকে থামানো সম্ভব হয়নি। এগিয়ে যাওয়ার পর সেই সুবিধা কাজে লাগিয়ে সর্বশক্তি দিয়ে আক্রমণে ঝাঁপায় ভারতীয় দল। অল-রাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে অগ্রগমন ধরে রাখে ভারত। তবে এরই মধ্যে কয়েকটি সহজ বোনাস পয়েন্ট পেয়ে যায় ইরান। যদিও তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ম্যাচের ১৯ মিনিটের মাথায় দ্বিতীয়বার অলআউট হয়ে যায় ইরান। 

Latest Videos

 

 

প্রথমার্ধের শেষে ২৩-১১ পয়েন্টে এগিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয়ার্ধে অবশ্য ইরান কিছুটা লড়াই করে। ইরানের অধিনায়ক মহম্মদরেজা শাদলোই চিয়ানেহ দুর্দান্ত পারফরম্যান্স দেখান। ম্যাচের ২৯ মিনিটের মাথায় প্রথমবার অলআউট হয়ে যায় ভারতীয় দল। মহম্মদরেজা রেইডে ২ পয়েন্ট নেওয়ার পাশাপাশি সুপার রেইডও করেন। ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট আগে ব্যবধান অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয় ইরান। সেই সময় ভারতীয় দল ৩৮-৩১ পয়েন্টে এগিয়েছিল। ফলে কিছুটা স্নায়ুর চাপে পড়ে গিয়েছিলেন ভারতের খেলোয়াড়রা। কিন্তু শেষপর্যন্ত মাথা ঠান্ডা রেখে খেলে ৪২-৩২ পয়েন্টে জয় ছিনিয়ে নেয় ভারত।

এর আগে লিগ পর্যায়ের শেষ ম্যাচে হংকংকে সহজেই ৬৪-২০ পয়েন্টে হারিয়ে দেয় ভারতীয় দল। লিগ পর্যায়ে অপরাজিত থেকে ফাইনালে পৌঁছে যান পবনরা। ফাইনালেও তাঁরা অসামান্য পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হলেন। এশিয়ান গেমসের আগে এই দুর্দান্ত পারফরম্যান্স ভারতের পক্ষে আশাজনক।

আরও পড়ুন-

আর রাস্তায় নেমে আন্দোলন নয়, ব্রিজভূষণের বিরুদ্ধে আইনি লড়াই, বার্তা কুস্তিগীরদের

প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপে পদক ভবানী দেবীর

PV Sindhu: র‍্যাকেটের বদলে হাতে স্টিয়ারিং, কে এফ ১ কার্টিং সার্কিটে পিভি সিন্ধু

Share this article
click me!

Latest Videos

'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla
ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury