
প্যারালিম্পিক চ্যাম্পিয়ন অবনী লেখারা জয় নজর কাড়ল বিশ্বের। মহিলাদের ১০ মিটার এআর স্ট্যান্ডিং এস এইচ ১ ফাইনাল ইভেন্টে ২৪৯.৬ পয়েন্টের অবিশ্বাস্য স্কোর করে সোনার পদল জয় করলেন অবনী লেখারা। আরও এর ভারতীয় মোনা আগরওয়াল ষষ্ঠ স্থান দখল করেছে।
অবনীর স্বর্ণ পদকের সঙ্গে সঙ্গে ভারতের সোনার পদকের সংখ্যা দাঁড়াল ৪। এদিকে সোমবার হাংঝাউতে চতুর্থ এশিয়ান প্যারা গেমস -এ পুরুষদের হাই জাম্প চি৪৭-এ নতুন রেকর্ড গড়ল নিশাদ কুমার সোনা জিতেছেন। নিশাদ বাকি ২.০২ মিটার লাফিয়ে স্বর্ণ জয় করেন। চিনের হংজি চেন ১.৯৪ মিটার লাফিয়ে রূপো জেতেন। ভারতের রাম পালও একই উচ্চতায় লাফিয়ে রূপো জয় করেন।
এর আগে এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে ভারতের শৈলেশ কুমার, মারিয়া্প্পান থাঙ্গাভেলু এ রাম সিং পাধিয়ার সোমবার পুরুষদের হাই জাম্প টি৬৩ ইভেন্টে জয় লাভ করে। তারা সোনা, রূপো ও ব্রোঞ্জ পদল জিতেছেন।
ভারত ১৫টি সোনা, ২৪টি রুপো এবং ৩৩ টি ব্রোঞ্জ জিতেছিল ২০১৮ সালের গেমসে। এবার সেই পারফরমেন্সে ছাপিয়ে রেকর্ড গড়ল ভারত। এদিকে আবার এশিয়ান গেমসে ১০৭টি পদক জয় করেছে ভারত। এশিয়ান প্যারা গেমসেও শুরু হয়ে গিয়েছে জয়। স্বর্ণ পদক পেলেন অবনী লেখারার। ভারতীয় খেলোয়াড়-রা অলিম্পিকে পর একাধিক পদ জয় করল এশিয়ান প্যারা গেমসে।
আরও পড়ুন
নবরাত্রি পালনে অংশ নিয়ে বিতর্কে প্রাক্তন পাক ক্রিকেটার, গরবা নাচে পা মিলিয়ে আরতি করতেই ভিডিও ভাইরাল
Para Asian Games 2022: হাই জাম্পে নতুন রেকর্ড গড়ে সোনা জিতলেন ভারতের নিষাদ কুমার
দর্শকের রেকর্ড Disney+Hotstar-এ, বিশ্বকাপ ক্রিকেটে দর্শক সংখ্যা ছাড়াল ৪ কোটি