সংক্ষিপ্ত
বিশ্বকাপ ক্রিকেটে রেকর্ড করল ডিসনি প্লাস হটস্টার। ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বিরাট কোহলি যখন ব্যাট করছিলেন তখন এই ওটিটি প্ল্যাটফর্মে দর্শক ছিল প্রায় ৪ কোটি।
বিশ্বকাপ ক্রিকেটে রেকর্ড করল ডিসনি প্লাস হটস্টার। ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বিরাট কোহলি যখন ব্যাট করছিলেন তখন এই ওটিটি প্ল্যাটফর্মে দর্শক ছিল প্রায় ৪ কোটি। এটাই এই ওটিটি প্ল্যাটফর্মের সর্বকালের দর্শক রেকর্ড। ডিসনি প্লাস হটস্টার প্ল্যাটফর্মটি মূলত বিনোদন মূলক একটি ওটিটি প্ল্যাটফর্ম।
২২ অক্টোবর ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ ছিল। প্রথম থেকেও ওটিটিতে দর্শক সংখ্যা বাড়ছিল। কিন্তু রেকর্ড করে বিরাট কোহলি যখন ব্যাট করতে নামে। সেই সময় দর্শক সংখ্যা ছিল ৪.৩ কোটি। এই ম্যাচ ভারতের কাছে আরও গুরুত্বপূর্ণ কারণ ২০ বছর পর এই প্রথম ভারত নিউজিল্যান্ডকে হারাল। জেতার রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। বিরাট ৯৫ রান করেন। খেলার শেষের দিকেও দর্শক সংখ্যার রেকর্ড ছিল ওটিটি প্ল্যাটফর্মে।
ডিসনি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা, ওয়েব সিরিজের সঙ্গে সিরিয়াল ও শর্টফিল্মও দেখা যায়। বাড়তি আকর্ষণ জাতীয় ও আন্তর্জাতিক খেলা। ক্রিকেটের পাশাপাশি ফুটবলও দেখা যায়।