এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে প্রথম পদক, দুর্গাপুজোর মধ্যেই ইতিহাস ঐহিকা-সুতীর্থার

Published : Oct 12, 2024, 06:34 PM ISTUpdated : Oct 12, 2024, 07:12 PM IST
Sutirtha Mukherjee lost in 2nd round of table tennis women's singles event Tokyo 2020 Olympics spb

সংক্ষিপ্ত

ছোটবেলা থেকেই ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন বাংলার টেবল টেনিসের দুই তারকা ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়। তাঁরা আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও সাফল্য পাচ্ছেন।

শনিবার ইতিহাস গড়লেন বাংলার টেবল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়। এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে দেশকে প্রথম পদক এনে দিলেন ঐহিকা-সুতীর্থা। বিশ্ব টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমসের পর এবার এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপেও অসাধারণ পারফরম্যান্স দেখালেন ঐহিকা-সুতীর্থা। প্রথম ভারতীয় জুটি হিসেবে এশিয়ান গেমসে মহিলাদের ডাবলসে পদক জেতার পর এবার এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন ঐহিকা-সুতীর্থা। কোয়ার্টার-ফাইনালে দক্ষিণ কোরিয়ার কিম নায়েয়ং ও লি ইয়ুনহি-র বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেল বাঙালি জুটি। ঐহিকা-সুতীর্থার পক্ষে ম্যাচের ফল ১০-১২, ১১-৭, ১১-৯, ১১-৮। এর আগে চলতি এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে মহিলাদের দলগত বিভাগে পদক জিতেছে ভারতের মহিলা দল। সেই দলেও ছিলেন ঐহিকা-সুতীর্থা। এবার তাঁরা ডাবলসেও পদক নিশ্চিত করলেন। রবিবার সেমিফাইনালে জাপানি জুটি মিওয়া হারিমোতো-মিউ কিশারার মুখোমুখি হবে বাঙালি জুটি। এই লড়াইয়ে জয় পেলে রবিবারই ফাইনালে খেলবেন ঐহিকা-সুতীর্থা।

কাজাকস্তানে ইতিহাস দুই বঙ্গতনয়ার

এবারের এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ হচ্ছে কাজাকস্তানের আস্তানায়। বুধবার ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়ে ভারতের মহিলা দল। ১৯৭২ সাল থেকে হচ্ছে এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ। এবারই প্রথম মহিলাদের দলগত বিভাগে পদক জিতল ভারত। সেমি-ফাইনালে জাপানের বিরুদ্ধে ১-৩ হেরে যায় ভারত। অন্য সেমি-ফাইনালে হংকংকে ৩-০ হারিয়ে দেয় চিন। সেমি-ফাইনালে হেরে যাওয়া ভারত ও হংকং ব্রোঞ্জ পেয়েছে। এরপর শনিবার মহিলাদের ডাবলসেও ভারতের পদক নিশ্চিত হয়ে গেল।

সোনার লক্ষ্যে ঐহিকা-সুতীর্থা

রবিবার সেমি-ফাইনাল ও ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সোনা জেতাই ঐহিকা-সুতীর্থার লক্ষ্য। সোনা জিততে পারলে নতুন ইতিহাস গড়বে বাঙালি জুটি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

টেবল টেনিস এশিয়ান কাপে ব্রোঞ্জ জয়, অসাধারণ নজির গড়লেন মনিকা বাত্রা

Asian Games 2023: 'আরও পরিশ্রম করে ভবিষ্যতে পদকের রং বদলানোই লক্ষ্য,' জানালেন ঐহিকা-সুতীর্থা

Asian Games 2023: সোনা-রুপো হাতছাড়া, শেষে টেবিল টেনিসে ব্রোঞ্জ জিতলেন সুতীর্থ-ঐহিকা

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: ' ওই লিগ বিরক্তিকর, পিএসএল অনেক ভালো,' এ কী বললেন ওয়াসিম আক্রম!
আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?