সংক্ষিপ্ত

হাংঝাউ এশিয়ান গেমসে টেবল টেনিসে মহিলাদের ডাবলসে ঐতিহাসিক পদক পেয়েছেন বাংলার ২ মেয়ে ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়। তাঁদের জন্য গর্বিত সারা দেশ।

নৈহাটি থেকে হাংঝাউয়ের দূরত্ব ৬,৬০৫ কিলোমিটার। এশিয়ান গেমসে ঐতিহাসিক পদক জেতার জন্য এতটা পথ পাড়ি দিতে হয়েছে সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়কে। আরও অনেক পরিশ্রম, লড়াইয়ের সুবাদেই তাঁরা দেশের হয়ে পদক জিততে পেরেছেন। তবে এই সাফল্যেই থেমে থাকতে নারাজ বাংলার এই ২ ক্রীড়াবিদ। আরও পরিশ্রম করে ভবিষ্যতে সোনা জেতার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ঐহিকা ও সুতীর্থা। তাঁদের পরবর্তী লক্ষ্য আগামী বছরের অলিম্পিক্স। দেশের জন্য আরও পদক জিততে চান এই ২ বঙ্গসন্তান। তাঁরা এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েই আত্মতুষ্ট হতে নারাজ। তাঁরা ভবিষ্যতে আরও সাফল্য চান। 

সোমবার এশিয়ান গেমসে মহিলাদের ডাবলসের সেমি-ফাইনালে উত্তর কোরিয়ার সুগিয়ং পাক ও সুইয়ং চা-র বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও হেরে গিয়েছেন ঐহিকা ও সুতীর্থা। তাঁদের বিপক্ষে ম্যাচের ফল ১১-৭, ৮-১১, ১১-৭, ৮-১১, ৯-১১, ১১-৫, ২-১১। ম্যাচের পর ২ বঙ্গসন্তান বলেছেন, 'ওরা অত্যন্ত দক্ষ খেলোয়াড়। ওরা পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসে। আমরা সেটা করতে পারিনি। সেই কারণেই হেরে গেলাম। আমরা দীর্ঘদিন ধরে যে কৌশলে খেলে এসেছি, এখানেও সেভাবেই খেলেছি। আমাদের মনে হয়, এভাবে খেলেই ভবিষ্যতে সাফল্য পাব। আমাদের কোচ এভাবেই খেলতে বলেছেন।'

 

 

ঐহিকা ও সুতীর্থা আরও বলেছেন, 'আমরা এশিয়ান গেমসে পদক জিতেছি এটা এখনও বিশ্বাস করতে পারছি না। অবিশ্বাস্য মনে হচ্ছে। অসাধারণ অনুভূতি হচ্ছে। আমরা আরও ভালো ফল করতে পারতাম। কিন্তু যেটা হয়েছে তারপর ভবিষ্যতে আরও পরিশ্রম করতে চাই এবং পদকের রংও বদলাতে চাই। টেবল টেনিসে ফিটনেস অত্যন্ত জরুরি। সেই কারণে আমরা প্রথম থেকেই ফিটনেসের উপর জোর দিচ্ছি।'

পদক জেতার পথে চিনের বিশ্বচ্যাম্পিয়ন জুটিকে হারিয়ে দেন ঐহিকা-সুতীর্থা। সেই ম্যাচে দর্শকদের সমর্থন বিপক্ষে ছিল। সেমি-ফাইনালেও দর্শকরা উত্তর কোরিয়ার জুটিকেই সমর্থন করছিলেন। এই পরিস্থিতিতে নিজেদের খেলায় মন দেওয়ার জন্য কী করছিলেন? ঐহিকা ও সুতীর্থা জানালেন, 'আমরা নানা বিষয়ে নিজেদের মধ্যে কথা বলছিলাম। খেলার পরিকল্পনা করছিলাম, পরের পয়েন্ট কীভাবে নেব সেটা আলোচনা করছিলাম, পরিকল্পনা সফল না হলে কী করা যেতে পারে সেটাও একে অপরকে বলছিলাম। চিনের দর্শকরা আমাদের বিপক্ষ জুটিকে সমর্থন করলেও তাতে আমাদের কোনও সমস্যা হচ্ছিল না। কারণ, ভারতীয় দলও আমাদের সমর্থন করছিল।'

আরও পড়ুন-

Asian Games 2023: সোনা-রুপো হাতছাড়া, শেষে টেবিল টেনিসে ব্রোঞ্জ জিতলেন সুতীর্থ-ঐহিকা

Asian Games 2023: নবম দিয়ে প্রথম পদক এল রোলার স্কেটিংয়ে, পুরুষ-মহিলা দল জিতল ব্রোঞ্জ

Asian Games 2023: মাত্র ঊনিশেই জোড়া মেডেল! কেমন সেই অভিজ্ঞতা, জানালেন রমিতা