এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ডেকাথলনে সোনা সুনীলের, ৩০০০ মিটারে রুপো বুশরা খানের

Published : Jun 07, 2023, 10:29 PM IST
Indian Athletes

সংক্ষিপ্ত

এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। দেশকে প্রথম সোনা এনে দেন বাংলার রেজওয়ানা মল্লিক হিনা। তারপর একাধিক সোনা এসেছে।

অনূর্ধ্ব-২০ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনেও ভারতীয়দের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত। দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়নে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ডেকাথলনে সোনা জিতলেন সুনীল কুমার। তিনি ৭০০৩ পয়েন্ট পেয়েছেন। সুনীলের এই অসাধারণ পারফরম্যান্সে উচ্ছ্বসিত অ্যাথলেটিক্স মহল। মহিলাদের ৪x১০০ মিটার দৌড়ে ৪৫.৩৬ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ পেল ভারতীয় দল। এদিন দৌড়ন তামান্না, অক্ষয়, নয়না ও অভিনয়। মহিলাদের ৩০০০ মিটার দৌড়ে রুপো পেলেন বুশরা খান। তিনি ৯:৪১:৪৭ সময় করেন। হাইজাম্পে রুপো পেয়েছেন পূজা। তিনি ১.৮২ মিটার লাফিয়েছেন। সবমিলিয়ে এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স বেশ আশাজনক।

এই মুহূর্তে এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় ৩ নম্বরে ভারত। ১০টি সোনা, ৪টি রুপো ও ৩টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে জাপান। ৮টি সোনা, ৪টি রুপো ও ২টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে চিন। ৪টি সোনা, ৫টি ব্রোঞ্জ ও ৫টি ব্রোঞ্জ নিয়ে ৩ নম্বরে ভারত। আর ৪টি পদক জিততে পারলেই জাপানকে টপকে শীর্ষে চলে যাবে ভারত।

সোমবার এই প্রতিযোগিতায় সোনা জিতেছেন সিদ্ধার্থ চৌধুরী। পুরুষদের শট পাটে অসাধারণ পারফরম্যান্স দেখান এই অ্যাথলিট। তিনি ১৯.৫২ মিটার থ্রো করেন। জ্যাভলিন থ্রোয়ে রুপো পেয়েছেন শিবম লোহাকারে। তিনি ৭২.৩৪ মিটার থ্রো করেন। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো পেয়েছেন শারুক খান। তিনি ৮:৫১:৭৪ সময় করেন।

মঙ্গলবার মহিলাদের ২০০ মিটার দৌড়ের হিটে ভালো পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতের নয়না কোকারে ও উন্নতি আইয়াপ্পা বোল্যান্ড। হিটে ২৪.৬৮ সেকেন্ড সময় করেন নয়না। ২৪.৯০ সেকেন্ড সময় করেন উন্নতি।

সোমবার এই প্রতিযোগিতার দ্বিতীয় দিন মহিলাদের লংজাম্পে রুপো পান ভারতের সুস্মিতা। তাঁর সেরা লাফ ৫.৯৬ মিটারের। ব্রোঞ্জ পায় ভারতের ৪x৪০০ মিটার রিলে দল। ৩:৩০:১২ সময় করে ব্রোঞ্জ পায় ভারতীয় দল। ৩:২৫:৪১ সময় করে সোনা জেতে শ্রীলঙ্কা। ৩:২৮:২৯ সময় করে রুপো পেয়েছে দক্ষিণ কোরিয়া। পুরুষদের ৮০০ মিটার দৌড়ে মরসুমের সেরা সময় করে ব্রোঞ্জ পেয়েছেন শাকিল। তিনি ১:৪৯:৭৯ সময় করেন। ১:৫১:৩০ সময় করে পঞ্চম স্থানে শেষ করেন শ্যাম মিলন বিন্দ।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে পোর্টল্যান্ড ট্র্যাক ফেস্টিভ্যালে মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে ভালো পারফরম্যান্স দেখালেন ভারতের সঞ্জীবনী যাদব। তিনি ১৫:৪৫:১৩ সময় করে ১২ নম্বরে রেস শেষ করেন। মহিলাদের ১৫০০ মিটার দৌড়ে ৪:১৪:১৬ সেকেন্ড সময় করেন লিলি দাস।

আরও পড়ুন-

এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা নদিয়ার মেয়ে রেজওয়ানা মল্লিক হিনার

Piyali Basak Exclusive: দেনা মেটাতে দেখা করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে, জানালেন পিয়ালি

বাড়ি ফিরলেন পিয়ালি বসাক, স্পোর্টস কোটায় সরকারি চাকরির আর্জি পরিজনদের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?
IND vs SA: অধিনায়ক কেএল রাহুল এবং ভারতীয় দলকে জরিমানা আইসিসির, আসল কারণ কী?