অস্ট্রেলিয়ান ওপেন ২০২৬: ২৫-তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন, ফাইনালে জকোভিচ

Published : Jan 30, 2026, 08:58 PM ISTUpdated : Jan 30, 2026, 09:24 PM IST
Novak Djokovic

সংক্ষিপ্ত

Australian Open 2026: এবারের অস্ট্রেলিয়ান ওপেন শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে অত্যন্ত আকর্ষণীয় লড়াই হতে চলেছে। তরুণ তারকা কার্লোস আলকারাজের (Carlos Alcaraz) বিরুদ্ধে খেলতে নামছেন নোভাক জকোভিচ (Novak Djokovic)।

DID YOU KNOW ?
কেরিয়ার স্ল্যামই লক্ষ্য
এবার অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে নোভাক জকোভিচের প্রতিপক্ষ কার্লোস আলকারাজ কেরিয়ার স্ল্যামের লক্ষ্যে খেলতে নামছেন।

Novak Djokovic vs Carlos Alcaraz: অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2026) পুরুষদের সিঙ্গলস ফাইনালে ঐতিহাসিক লড়াই হতে চলেছে। এই মুহূর্তে পুরুষদের টেনিসে সবচেয়ে অভিজ্ঞ ও সফল খেলোয়াড় নোভাক জকোভিচের মুখোমুখি হচ্ছেন তরুণ তারকা কার্লোস আলকারাজ। জকোভিচ ২৫-তম গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) জয়ের লক্ষ্যে খেলতে নামবেন। অন্যদিকে, আলকারাজ সপ্তম গ্র্যান্ড স্ল্যাম এবং প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্যে খেলতে নামবেন। শুক্রবার সেমি-ফাইনালে এই দুই তারকাই পাঁচ সেটের লড়াইয়ে জয় পেয়েছেন। ফাইনালেও তাঁরা লড়াই করতে তৈরি। সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা এই লড়াইয়ের দিকে নজর রাখবেন। ১১ বার অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে পৌঁছে গেলেন জকোভিচ। অন্যদিকে, প্রথমবার এই গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছে গেলেন আলকারাজ। তিনি দু'বার করে ফ্রেঞ্চ ওপেন (French Open), উইম্বলডন (Wimbledon) ও ইউএস ওপেন (US Open) চ্যাম্পিয়ন হয়েছেন। এবার তিনি কেরিয়ার স্ল্যামের স্বপ্নপূরণ করা থেকে এক ধাপ দূরে।

পিছিয়ে পড়েও জয় জকোভিচের

শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় সেমি-ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইয়ান্নিক সিনারকে (Jannik Sinner) হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন জকোভিচ। মেলবোর্ন পার্কে (Melbourne Park) টানা ১৯ ম্যাচ জয়ের পর এবার হেরে গেলেন বিশ্বের দু'নম্বর খেলোয়াড় সিনার। এদিন প্রথম সেটে হেরে যাওয়ার পরেও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে জয় পেলেন জকোভিচ। তাঁর পক্ষে ম্যাচের ফল ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪।

৩৮ বছর বয়সেও ৪ ঘণ্টা লড়াই

শুক্রবার সিনারের বিরুদ্ধে চার ঘণ্টা নয় মিনিট লড়াইয়ের পর জয় পেয়েছেন জকোভিচ। এখন তাঁর বয়স ৩৮ বছর। এই বয়সেও লড়াই চালিয়ে যাচ্ছেন এই তারকা। ফাইনালে তাঁর বিরুদ্ধে আলকারাজের লড়াই মোটেই সহজ হবে না। মেলবোর্ন পার্কে টানা অপরাজিত থাকায় এদিন ফেভারিট হিসেবে খেলতে নামেন সিনার। তিনি জকোভিচের বিরুদ্ধে সাধ্যমতো লড়াইও করেন। কিন্তু শেষপর্যন্ত অভিজ্ঞতা ও দক্ষতার কাছে হেরে গেলেন। সেমি-ফাইনালে বাজিমাত করার পর ফাইনালেও জয় পেতে তৈরি জকোভিচ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০
১০ বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জকোভিচ।
সার্বিয়ার টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ এখনও পর্যন্ত ১০ বার অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন।
Read more Articles on
click me!

Recommended Stories

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৬: সেমি-ফাইনালে ৫ সেটের লড়াইয়ে জয়, প্রথমবার ফাইনালে আলকারাজ
টি-২০ বিশ্বকাপ ২০২৬: আছেন ২ ভারতীয়, আম্পায়ার-ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসি-র