Australian Open 2026: এবারের অস্ট্রেলিয়ান ওপেন শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। পুরুষদের সিঙ্গলসের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়া থেকে এক ধাপ দূরে কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)।

DID YOU
KNOW
?
আলকারাজের নজির
কেরিয়ার স্ল্যাম থেকে এক ধাপ দূরে স্পেনের তরুণ খেলোয়াড় কার্লোস আলকারাজ।

Carlos Alcaraz vs Alexander Zverev: পাঁচ ঘণ্টা ২৭ মিনিটের লড়াই। এই দিন হয়তো সারা জীবনে ভুলতে পারবেন না কার্লোস আলকারাজ। শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2026) পুরুষদের সিঙ্গলসের সেমি-ফাইনালে আলেকজান্ডার জেভেরেভের (Alexander Zverev) বিরুদ্ধে চমকপ্রদ লড়াই করে জয় ছিনিয়ে নিলেন আলকারাজ। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৭-৬, ৬-৭, ৭-৬, ৭-৫। গত বছর ফ্রেঞ্চ ওপেন (French Open 2025) ফাইনালে ইয়ান্নিক সিনারের (Jannik Sinner) বিরুদ্ধে পাঁচ ঘণ্টা ২৯ মিনিটের লড়াইয়ের পর জয় পান আলকারাজ। শুক্রবারও তাঁকে একইরকম লড়াই করতে হল। স্পেনের (Spain) এই তরুণ খেলোয়াড় অদম্য সাহস, দক্ষতা এবং ইচ্ছাশক্তির পরিচয় দিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন। এই তারকা দু'বার করে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন (Wimbledon) ও ইউএস ওপেন (US Open) চ্যাম্পিয়ন হয়েছেন। এবার তিনি অস্ট্রেলিয়ান ওপেন জয় থেকে এক ধাপ দূরে। এবার চ্যাম্পিয়ন হতে পারলে তাঁর কেরিয়ার স্ল্যামের স্বপ্ন সফল হবে।

ফাইনালেও কঠিন লড়াই

রড লেভার এরিনায় (Rod Laver Arena) দুর্দান্ত লড়াই করে ফাইনালে পৌঁছে গেলেও, সপ্তমবার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হতে গেলে ফের লড়াই করতে হবে আলকারাজকে। দ্বিতীয় সেমি-ফাইনালে সিনার ও ২৪ বার গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) চ্যাম্পিয়ন নোভাক জকোভিচের (Novak Djokovic) লড়াইয়ে বিজয়ীর বিরুদ্ধে খেলতে হবে স্প্যানিশ তারকাকে। এই লড়াই অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।

নতুন নজির আলকারাজের

শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে পৌঁছনোর পর নতুন নজির গড়লেন আলকারাজ। এখন তাঁর বয়স ২২ বছর। তিনি টেনিসের ওপেন যুগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সব গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছে গেলেন। এর আগে এই রেকর্ড ছিল জিম ক্যুরিয়রের (Jim Courier)। তিনি ১৯৯৩ সালে এই রেকর্ড গড়েন। ২৩ বছর পর নতুন রেকর্ড ভেঙে দিলেন আলকারাজ। তিনি কেরিয়ারে এখনও পর্যন্ত কোনও ম্যাচে প্রথম দুই সেটে জয় পাওয়ার পর সেই ম্যাচে হারেননি। শুক্রবার সেই রেকর্ড অক্ষুণ্ণ থাকল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।