সংক্ষিপ্ত
২০১২, ২০১৬ ও ২০২০ সালের অলিম্পিক্সে মহিলাদের সিঙ্গলসে পদক পেয়েছে ভারত। এবার প্যারিস অলিম্পিক্সে পুরুষদের সিঙ্গলস, ডাবলসেও পদক পাওয়ার আশায় ক্রীড়ামহল।
অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে থাইল্যান্ড ওপেন সুপার ৫০০ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলেন সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেট্টি। এই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে দেখা গেল ভারতীয় পুরুষ জুটিকে। কোনও গেম না খুইয়েই চ্যাম্পিয়ন হলেন সাত্বিক-চিরাগ। ফলে প্যারিস অলিম্পিক্সে পদকের আশা বাড়াল এই জুটি। এখন বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে সাত্বিক-চিরাগ। তাঁরা দ্বিতীয়বার থাইল্যান্ড ওপেনে পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন। এর আগে ২০১৯ সালে প্রথমবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন সাত্বিক-চিরাগ। তবে তাঁরা এবার যেরকম দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হলেন, সেরকম পারফরম্যান্স এর আগে দেখা যায়নি। রবিবার ফাইনালে চিনা জুটি চেন বো ইয়াং ও লিউ ই-র বিরুদ্ধে ২১-১৫, ২১-১৫ ফলে জয় পেলেন। ৪৬ মিনিটের লড়াইয়ে জয় পেল ভারতীয় জুটি। থাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ৯২০০ র্যাঙ্কিং পয়েন্ট এবং ২৭,৬৩,৩০৬ টাকা পুরস্কার পেলেন সাত্বিক-চিরাগ।
থাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাস বেড়ে গেল সাত্বিক-চিরাগের
থাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর সাত্বিকসাইরাজ বলেছেন, 'আমাদের কাছে থাইল্যান্ড ওপেন একটি বিশেষ টুর্নামেন্ট। আমরা এখানেই প্রথম সুপার ৫০০ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হই। তারপর আমরা আরও অনেক টুর্নামেন্ট জিতেছি। আমাদের আশা, এই জয়ের পর ফের জয়যাত্রা শুরু হবে।' এদিন ফাইনালে চিনা জুটির বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স সম্পর্কে সাত্বিকসাইরাজ বলেছেন, ‘আমরা জানতাম প্রতিদ্বন্দ্বীরা শেষপর্যন্ত লড়াই করবে। ফলে কোনও সময়ই নিশ্চিন্ত থাকা চলবে না। তবে আজ আমরা এই টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স দেখালাম। আমরা আজ খুব ভালোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলাম।’
অলিম্পিক্সের আগে ফর্মে সাত্বিক-চিরাগ
গত কয়েকটি টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি সাত্বিক-চিরাগ। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডেই হেরে যায় ভারতীয় জুটি। সাত্বিক চোট পাওয়ায় এশিয়া চ্যাম্পিয়নশিপে খেলতে পারেনি এই জুটি। টমাস কাপেও ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি সাত্বিক-চিরাগ। তবে এবার ঘুরে দাঁড়িয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাল এই জুটি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
৫৮ বছরের অপেক্ষার অবসান, ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সোনা ভারতের
সুইস ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সাত্বিকসাইরাজ-চিরাগ
ফ্রেঞ্চ ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি