PV Sindhu: ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে (BWF World Championships 2025) ষষ্ঠ পদকের লক্ষ্যে প্যারিসে (Paris) গিয়েছিলেন পি ভি সিন্ধু। তিনি পদকের আশা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু অল্পের জন্য পদক হারালেন।
KNOW
BWF World Championships 2025: ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ পদক থেকে একধাপ দূরেই থেমে গেলেন পি ভি সিন্ধু (PV Sindhu)। শুক্রবার প্যারিসে (Paris) বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ৯ নম্বর বাছাই ইন্দোনেশিয়ার (Indonesia) শাটলার পুত্রী কুসুমা ওয়ার্দানির (Putri Kusuma Wardani) বিরুদ্ধে লড়াই করেও হেরে গেলেন ১৫ নম্বর বাছাই সিন্ধু। তাঁর বিরুদ্ধে ম্যাচের ফল ১২-২১, ২১-১৩, ১৬-২১। ১ ঘণ্টা ৮ মিনিটের লড়াইয়ে হার মানলেন সিন্ধু। তিনি লড়াই করে প্রথম গেমে হেরে যাওয়ার পর দ্বিতীয় গেম জিতে সেমি-ফাইনালে পৌঁছনোর আশা জাগিয়ে তোলেন। কিন্তু তৃতীয় গেমে হেরে গিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন সিন্ধু। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত পাঁচবার পদক জিতেছেন। এর মধ্যে সোনাও আছে। কিন্তু এবার পদক জয়ের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরে আসতে হল সিন্ধুকে।
জাতীয় ক্রীড়া দিবসে হার সিন্ধুর
শুক্রবার মেজর ধ্যানচাঁদের (Major Dhyan Chand) জন্মদিবস উপলক্ষে দেশে পালিত হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day 2025)। এদিন বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে পৌঁছে দেশবাসীকে বিশেষ উপহার দিতে চেয়েছিলেন সিন্ধু। কিন্তু তিনি জয় পেলেন না। ২৩ বছর বয়সি ওয়ার্দানি অসাধারণ পারফরম্যান্স দেখালেন। তাঁর বিরুদ্ধে লড়াই করেও জয় পেলেন না সিন্ধু। তিনি গত বছর প্যারিস অলিম্পিক্সেও (Olympic Games Paris 2024) পদক পাননি। এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপেও প্যারিস থেকে খালি হাতে ফিরতে হল সিন্ধুকে। তিনি বিশ্বের প্রথম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সিঙ্গলসে ষষ্ঠ পদক জয়ের রেকর্ড গড়তে চেয়েছিলেন। কিন্তু সেই রেকর্ড গড়তে পারলেন না এই ভারতীয় শাটলার।
পদকের লক্ষ্যে সাত্বিক-চিরাগ
বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সিন্ধু হেরে গেলেও, পুরুষদের ডাবলসে পদক জয়ের লক্ষ্যে সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty)। তাঁরা কোয়ার্টার ফাইনালে জয় পেলেই পদক পাওয়া নিশ্চিত করবেন। কোয়ার্টার ফাইনালে সাত্বিক-চিরাগের প্রতিপক্ষ মালয়েশিয়ার অ্যারন চিয়া ও সোহ উই ইক। প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার এই জুটির কাছে হেরে গিয়েছিলেন সাত্বিক-চিরাগ। এবার তাঁরা সেই হারের বদলা নিতে চান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


