Dipa Karmakar: 'কোচ বলেছিলেন এবার ডু-অর-ডাই, মেডেল আনতেই হবে,' জানালেন দীপার বাবা

টোকিও অলিম্পিক্সের পর ক্রমশঃ পিছিয়ে পড়ছিলেন দীপা কর্মকার। গত কয়েক বছরে সাফল্য পাননি আগরতলার বাঙালি জিমন্যাস্ট। কিন্তু এবার দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন তিনি।

এবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপই কি দীপা কর্মকারের কেরিয়ারে সবচেয়ে কঠিন প্রতিযোগিতা ছিল? এশিয়ানেট নিউজ বাংলার এই প্রশ্নের সরাসরি কোনও জবাব না দিলেও, লড়াই যে অত্যন্ত কঠিন ছিল, তা মেনে নিচ্ছেন দীপার বাবা দুলাল কর্মকার। তিনি মেয়ের সঙ্গে উজবেকিস্তানে যাননি। ফলে আগরতলায় বসে তাসখন্দের পরিস্থিতি বোঝা কঠিন ছিল। তবে দীপা ও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দীর সঙ্গে কথা বলে দুলালবাবু যা বুঝেছেন, তা হল, এই প্রতিযোগিতায় দীপার প্রতিদ্বন্দ্বীরা বেশ ভালো মানের ছিলেন। তাঁদের টেক্কা দিয়ে ভারতের প্রথম জিমন্যাস্ট হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জয় যথেষ্ট কৃতিত্বের।

কীভাবে প্রত্যাবর্তন ঘটালেন দীপা?

Latest Videos

রিও অলিম্পিক্সের পর বিশ্বজুড়ে দীপাকে ঘিরে হইচই শুরু হয়ে যায়। কিন্তু এই খ্যাতি ধরে রাখতে পারেননি দীপা। গত কয়েক বছরে সাফল্য না পেয়ে তিনি অনেকটা পিছিয়ে পড়েছিলেন। কঠিন সময় পেরিয়ে কীভাবে সাফল্যের পথে ফিরলেন? দুলালবাবু জানালেন, 'দীপা এর আগের প্রতিযোগিতাগুলিতে অল্পের জন্য পদক পাচ্ছিল না। সামান্য ব্যবধানে চতুর্থ স্থান পাচ্ছিল। তারপর ও নির্বাসিত হয়ে যায়। ও জেনেশুনে কোনও নিষিদ্ধ বস্তু নেয়নি। তা সত্ত্বেও ওর বদনাম হয়ে যায়। তারপর ওর জেদ চেপে যায়। ও ঠিক করে নেয়, ফিরে আসতেই হবে। এশিয়ান চ্যাম্পিয়নশিপের সময় ওর কোচ বলে দিয়েছিলেন, এবার ডু-অর-ডাই। এখানে মেডেল আনতেই হবে। দীপা সেটা করে দেখিয়েছে।'

পরিবারের জন্যই ফের সাফল্য দীপার

দীপার অনুশীলন বা প্রতিযোগিতার ব্যাপারে এখনও যাবতীয় সিদ্ধান্ত নেন কোচ। বাবা-মা কোনওদিন এ ব্যাপারে হস্তক্ষেপ করেন না। দীপার পরবর্তী লক্ষ্য কী, এই প্রশ্নের জবাবেও তাঁর বাবা জানালেন, 'কোচের সঙ্গে ওর কথা হয়েছে। আমরা এ ব্যাপারে কিছু জানি না।' পরিবার খেলার ব্যাপারে হস্তক্ষেপ না করলেও, কঠিন সময়ে পাশে থেকেছে। দীপা যখন চোট পেয়েছিলেন, তখন চিকিৎসার ব্যাপারে যাবতীয় উদ্যোগ নিয়েছেন বাবা। তিনি মেয়েকে সাফল্যের পথে ফেরার ব্যাপারে সাহায্য করেছেন। দীপা ফের সাফল্য পাওয়ায় গর্বিত দুলালবাবু। তাঁর আশা, ভবিষ্যতে আরও সাফল্য পাবেন দীপা

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

এইভাবেও ফিরে আসা যায়, এশিয়ান জিমন্যাস্টিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন দীপা কর্মকার

জন্মদিনে দীপা কর্মকারকে মিষ্টি বার্তা সচিন তেন্ডুলকরের, শুভেচ্ছার জোয়ারে ভাসলেন তারকা জিমন্যাস্ট

দীপা কর্মকারকে আচমকা সাসপেন্ড করার সিদ্ধান্ত আন্তর্জাতিক জিমন্যাস্টিক সংস্থার কারণ খুঁজছেন ক্রীড়াপ্রেমীরা

Share this article
click me!

Latest Videos

'প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়ে সঠিক কাজ করে দেবো' ঢাকাকে চরম বার্তা মোদীর! | PM Modi
প্রসূতি মৃত্যুর ঘটনায় Medinipur মেডিক্যাল কলেজ পরিদর্শনে June Malia, দেখুন কী বললেন
Kolkata-এ ফের নির্মাণ বিপর্যয়! Dankuni-তে ব্রিজ ভেঙে চরম বিপত্তি, দেখুন | Kolkata News | Hooghly
'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Malda TMC News
মুহূর্তেই ধসে গেল গোটা ফ্লাট! সামনে আসলো সেই ভয়াবহ মুহূর্তের ভিডিও, দেখুন | Baghajatin Latest News