সংক্ষিপ্ত
মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি বিভাগের কুস্তির ফাইনালের আগে বাতিল হয়ে গিয়েছেন ভিনেশ ফোগট। তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হয়েছেন।
ভিনেশ ফোগট পদক পাবেন কি না সেটা মঙ্গলবারের আগে বলা সম্ভব নয়। তবে ভবিষ্যতে যাতে অলিম্পিক্সে ওজন নিয়ে এই ধরনের বিতর্ক তৈরি না হয়, সেটা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মে বদল আনতে পারে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। পুরো নিয়ম হয়তো বদলাবে না কুস্তির আন্তর্জাতিক সংস্থা। সামান্য কিছু সংশোধন করা হতে পারে। কুস্তিগীরদের সুরক্ষা ও স্বাস্থ্যের কথা মাথায় রেখেই নিয়ম বদলাতে চলেছে কুস্তির নিয়ামক সংস্থা। খুব তাড়াতাড়ি নিয়মে বদল আসতে পারে। প্যারিস অলিম্পিক্সের আগে নিয়ম বদলালে ভিনেশের হয়তো সুবিধা হত। কিন্তু এখন ভিনেশের জন্যই হয়তো নিয়মে বদল আসছে।
মঙ্গলবার ভিনেশের আর্জির বিষয়ে রায়
প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি বিভাগের কুস্তির ফাইনালের আগে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় বাতিল হয়ে যান ভিনেশ। তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) দ্বারস্থ হয়েছেন। মঙ্গলবার সবদিক খতিয়ে দেখে রায় দিতে পারে সিএএস। ভিনেশকে যুগ্মভাবে রুপো দিতে নারাজ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। তবে সিএএস-এর রায় যদি ভিনেশের পক্ষে যায়, তাহলে তাঁকে রুপো দিতে বাধ্য থাকবেন অলিম্পিক্সের আয়োজকরা। ফলে মঙ্গলবারের রায়ের দিকে তাকিয়ে সারা ভারত। ভিনেশের পাশাপাশি আইওসি ও বিশ্ব কুস্তি সংস্থা নিজেদের বক্তব্য জানিয়েছে। শনিবার আরবিট্রেটর অস্ট্রেলিয়ার ড. অ্যানাবেল বেনেট তিন ঘণ্টারও বেশি সময় ধরে সবপক্ষের বক্তব্য শুনেছেন। এরপর সবপক্ষকে অতিরিক্ত নথি জমা দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেয় সিএএস। এরপর মঙ্গলবার রায় দেওয়া হবে।
রুপো পাওয়ার আশায় ভিনেশ
ভিনেশের দাবি, ফাইনালের আগে পর্যন্ত তাঁর ওজন নিয়ে সমস্যা ছিল না। এই কারণে তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া উচিত। সিএএস এই যুক্তিতে সাড়া দেবে বলে আশায় ভারতীয় শিবির।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
রবিবার নয়, ভিনেশ ফোগটের আর্জির বিষয়ে রায় দেওয়া হবে মঙ্গলবার, জানাল সিএএস
আর্জি গ্রহণ করল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস, রুপো পেতে পারেন ভিনেশ ফোগট
'আর লড়াইয়ের ক্ষমতা নেই' ক্ষমা চেয়ে অবসর ঘোষণা ভিনেশ ফোগাটের, বোমা ফাটালেন শশী থারুর