অনেক চেষ্টা করেও ৯০ মিটার থ্রো করতে পারছেন না নীরজ চোপড়া। লোজান ডায়মন্ড লিগেও অল্পের জন্য ৯০ মিটার থ্রো করতে পারলেন না ভারতের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট।
প্যারিস অলিম্পিক্সের পর লোজান ডায়মন্ড লিগ, পরপর ২ বার সেরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে থাকলেন নীরজ চোপড়া। বৃহস্পতিবার রাতে মরসুমের সেরা থ্রো করেও লোজান ডায়মন্ড লিগে দ্বিতীয় হলেন নীরজ। তিনি এদিন ৮৯.৪৯ মিটার থ্রো করেন। শুরুতে ভালো থ্রো করতে পারছিলেন না এই অ্যাথলিট। শেষ থ্রোয়ে তিনি সেরা পারফরম্যান্স দেখান। কিন্তু অল্পের জন্য ৯০ মিটারের গণ্ডি স্পর্শ করতে পারলেন না নীরজ। তবে তিনি প্যারিস অলিম্পিক্সের চেয়ে ভালো পারফরম্যান্স দেখান। প্যারিস অলিম্পিক্সে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, এবার মিট রেকর্ড গড়ে প্রথম স্থানে শেষ করলেন গ্রেনাডার অ্যাথলিট অ্যান্ডারসন পিটার্স। তাঁর সেরা থ্রো ৯০.৬১ মিটারের।
অলিম্পিক্সের চেয়ে ভালো পারফরম্যান্স পিটার্স, নীরজের
প্যারিস অলিম্পিক্সে ৮৯.৪৫ মিটার থ্রো করে রুপো পান নীরজ। ৮৮.৫৪ মিটার থ্রো করে ব্রোঞ্জ জেতেন পিটার্স। তবে বৃহস্পতিবার অলিম্পিক্সের চেয়ে ভালো পারফরম্যান্স দেখান নীরজ ও পিটার্স। অনেক উন্নতি করে প্রথম স্থানে পৌঁছে গেলেন পিটার্স। তিনি এদিন শুরু থেকেই ছন্দে ছিলেন। শেষ থ্রোয়ে মিট রেকর্ড গড়েন গ্রেনাডার এই অ্যাথলিট। ২০১৫ সালে লোজান ডায়মন্ড লিগে ৯০.১৬ মিটার থ্রো করে মিট রেকর্ড গড়েছিলেন ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর অ্যাথলিট কেশর্ন ওয়ালকট। ৯ বছর পর তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন পিটার্স। শুরুতে চতুর্থ স্থানে ছিলেন নীরজ। তবে তিনি শেষপর্যন্ত দ্বিতীয় স্থানে থাকলেন।
ডায়মন্ড লিগে তৃতীয় স্থানে নীরজ
চলতি বছরে সব ডায়মন্ড লিগ মিলিয়ে তৃতীয় স্থানে নীরজ। এর আগে দোহা ডায়মন্ড লিগেও দ্বিতীয় স্থানে থাকেন এই অ্যাথলিট। সেই সময় তিনি সবমিলিয়ে চতুর্থ স্থানে ছিলেন। লোজান ডায়মন্ড লিগে দ্বিতীয় হয়ে একধাপ উঠলেন নীরজ। আগামী মাসে ডায়মন্ড লিগ ফাইনাল। তার আগে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে নীরজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
প্যারিসে রুপো পাওয়ার পর নতুন পরিকল্পনা, জ্যাভলিন থ্রোয়ে উন্নতির লক্ষ্যে নীরজ
প্যারিসে নীরজ চোপড়ার সঙ্গে সাক্ষাৎ, অভিনন্দন জানালেন সুনীল ছেত্রী
দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে কুঁচকির চোট, প্যারিস অলিম্পিক্সের পরেই অস্ত্রোপচার করাতে পারেন নীরজ চোপড়া