সংক্ষিপ্ত
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বরাবরই ফুটবলের ভক্ত। এবারের বিশ্বকাপ ফাইনালের পর থেকে তিনি আরও বেশি করে কিলিয়ান এমবাপের অনুরাগী হয়ে উঠেছেন।
রাশিয়া বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন, এবার কাতার বিশ্বকাপ ফাইনালেও স্টেডিয়ামে ছিলেন। ২ বারই ফাইনালে ফ্রান্সের খেলা দেখেছেন। তবে এবার আর্জেন্টিনার বিরুদ্ধে ফ্রান্সের তরুণ স্ট্রাইকার কিলিয়ান এমবাপের খেলা দেখে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি শপিং মলে এক অনুষ্ঠানে সৌরভ বলেন, 'আমি হয়তো ক্রিকেট খেলেছি কিন্তু ফুটবল খেলা দেখি, ফুটবলের সব খবর রাখি। আমি ফুটবল খেলা একটু হলেও বুঝি। কাতারে এবারের বিশ্বকাপ ফাইনালই আমার দেখা সেরা ফুটবল ম্যাচ। আমি ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার খেলা দেখেছি। আমি তাঁর বড় ভক্ত। কিন্তু দোহায় যে খেলা দেখলাম, সেটা অবিশ্বাস্য। আমি রাশিয়াতেও বিশ্বকাপ দেখতে গিয়েছিলাম। রাশিয়াও ভালভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। কিন্তু কাতার বিশ্বকাপ আরও ভাল হয়েছে। কাতারে বিশ্বকাপ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু ওরা বিশ্বকাপকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছে। এবারের বিশ্বকাপ দুর্দান্ত সাফল্য পেয়েছে।'
এমবাপেকে নিয়ে মুগ্ধতা ঝরে পড়েছে সৌরভের গলায়। প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, 'আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিকে নিয়ে কথা বলি। কিন্তু কিলিয়ান এমবাপেকে ভুলে গেলে চলবে না। ও অসাধারণ ফুটবলার। আমার মনে হয় বিশ্বকাপ ফাইনালের পর থেকে এমবাপে ঘুমোতে পারছে না। বিশ্বকাপ ফাইনালে ৪ গোল করেও হেরে যাওয়া বিরল ঘটনা। ওর সঙ্গে সেটা হয়েছে। কিন্তু ও ১৯ বছর বয়সে বিশ্বকাপ জিতেছে। ২৩ বছর বয়সে ফের বিশ্বকাপ ফাইনাল খেলেছে। তাই আক্ষরিক অর্থেই বিশ্ব ওর পায়ে।'
মেসির হয়তো এবারই শেষ বিশ্বকাপ ছিল। তিনি কাতারে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে পারায় খুশি সৌরভ। তিনি বলেছেন, 'মেসির জন্য এবারের বিশ্বকাপ খুব ভাল ছিল। এটাই ওর শেষ বিশ্বকাপ ছিল। বিশ্বকাপ জিতে ওর আন্তর্জাতিক কেরিয়ার শেষ হচ্ছে। এই ঘটনা ফের প্রমাণ করে দিল, তুমি যত ভালই হও না কেন, বিশ্বকাপ জিততে হলে বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করে যেতে হবে। মেসিকে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার জন্য ১৬ বছর অপেক্ষা করতে হল। ওরা কত ভাল খেলে এবং কত দ্রুত ছোটে, সেটা টিভিতে দেখে বোঝা যায় না। অসাধারণ ম্যাচ হয়েছে।'
এবারের বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর চ্যম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ২ সপ্তাহ পেরিয়ে গেলেও, এখনও সেই ম্যাচের ঘোর কাটছে না সৌরভের।
আরও পড়ুন-
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সই করতেই রাতারাতি বাড়ল আল-নাসরের সোশ্যাল মিডিয়া ফলোয়ার
সৌদি ক্লাবে সই, ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক রোনাল্ডোর
পেলেই সর্বকালের সেরা ফুটবলার, এক সাক্ষাৎকারে বলেছিলেন দিয়েগো মারাদোনা